পানির নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক 

সংগৃহীত ছবি

পানির নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক 

অনলাইন ডেস্ক

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে ফেনী-নোয়াখালীসহ দেশের বেশকিছু স্থানে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। হাঁটুপানিতে তলিয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম। এর ফলে বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট শুরু হয় দীর্ঘ যানজট। এতে করে বিপাকে পড়েছেন চালক ও যাত্রীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। সড়ক ডুবে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। ফলে ৫ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

পরিবহন চালক জহির আলী জানান, কালির বাজারের পর থেকে সড়কে হাঁটুপানি।

ফলে গাড়ি চালানো অনেক কষ্টকর। ধীরগতি হওয়ায় সড়কে যানজট লেগেছে।

মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন গণমাধ্যমকে বলেন, মহাসড়কে পানির কারণে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।

news24bd.tv/TR