সিসিলির ডুবে যাওয়া ইয়ট থেকে ৫ লাশ উদ্ধার

সংগৃহীত ছবি

ইউএনবি

সিসিলির ডুবে যাওয়া ইয়ট থেকে ৫ লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

ভয়াবহ ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া বায়েসিয়ান ইয়ট থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ষষ্ঠ ও শেষ যাত্রী এখনও নিখোঁজ রয়েছে।
সোমবার (১৯ আগস্ট) ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলির পোর্টিসেলো উপকূলের কাছে এ ঘটনা ঘটে। বুধবার পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

৫৬ মিটার লম্বা জাহাজটি পোর্টিসেলো উপকূলের কাছে নোঙর করার সময় প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে। একটি শক্তিশালী ঢেউ ইয়টের মূল মাস্তুলটি ভেঙে ফেললে সেটি উল্টে গিয়ে ঢেউয়ের নিচে অদৃশ্য হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই ২২ যাত্রী ও ক্রুর মধ্যে ১৫ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে আটজনকে স্থানীয় হাসপাতালে নিতে হয়।

নৌযানটি যেখানে ডুবে যায়, তার কাছেই এক ক্রু সদস্যের লাশ পাওয়া যায়।

প্রতিকূল আবহাওয়া এবং ডুবে যাওয়া ইয়টের অস্বাভাবিক অবস্থানের কারণে ডুবুরিদের একটি দল সমুদ্রের তলদেশে অনুসন্ধান চালাতে বেগ পাচ্ছিল। প্রথমে দুটি এবং পরে আরও দুটি লাশ উদ্ধার করে তারা। ওই দিনই পরবর্তীতে আরও একজনের লাশ উদ্ধার করে তারা।

news24bd.tv/JP

এই রকম আরও টপিক