মুশফিকের শতক, ৫৯ রানে পিছিয়ে বাংলাদেশ 

মুশফিকুর রহিম

মুশফিকের শতক, ৫৯ রানে পিছিয়ে বাংলাদেশ 

অনলাইন ডেস্ক

মুশফিক-লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ে তৃতীয় দিনশেষ করেছিল বাংলাদেশ। তবে চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি টাইগারদের। শুরুতেই লিটন আউট হলে ছন্দ হারায় সফরকারীরা। তবে মিরাজকে সঙ্গে নিয়ে লড়াই করছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ বিরতির আগেই শতরান পূর্ণ করেন তিনি। ২০৮ বলে ১২টি চারে ১০১ রানে অপরাজিত আছেন তিনি। টেস্টে এটি ১১তম সেঞ্চুরি তার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৮৯ রান।

মিরাজ ১৭* রান এবং মুশফিক ১০১* রানে অপরাজিত রয়েছেন।

শনিবার (২৪ আগস্ট) নতুন বলের ধাক্কা সামলাতে পারেননি লিটন দাস। ৭৮ বলে ৫৬ রান করে নাসিম শাহর বলে সাজঘরে ফেরেন এই ডান হাতি ব্যাটার।

তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন মুশফিকুর রহিম। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করছেন মেহেদী হাসান মিরাজ।

এর আগে ১২২ বলে ৫৫* রানে মুশফিক এবং লিটনের অপরাজিত ৫২ রানের ইনিংসে ভর করে তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান তুলেছিল বাংলাদেশ। এতে ১৩২ রানে পিছিয়ে ছিল টাইগাররা।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক