বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিনকে পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) অধীন স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। news24bd.tv/আইএএম
এলজিআরডি সচিব হলেন নিজাম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র: ৩১ ডিসেম্বর ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
আগামী ৩১ ডিসেম্বর জাতীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বড় সমাবেশ করবে সংগঠনটি। বিভিন্ন জেলা থেকে আসবে গণপরিবহন। এ জন্য বিভিন্ন জেলা হতে আগত যানবাহনসমূহের জন্য ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির নির্দেশনা অনুযায়ী গাবতলী হয়ে ঢাকা মহানগরে প্রবেশকৃত যানবাহনসমূহ মানিক মিয়া অ্যাভিনিউ ও আগারগাঁও এলাকার পুরাতন বাণিজ্য মেলা মাঠে পার্কিং করবে। সায়েদাবাদ ও যাত্রাবাড়ী প্রবেশ পথ দিয়ে আগত যানবাহনসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় পার্কিং করবে। আব্দুল্লাহপুর হয়ে প্রবেশকৃত যানবাহনসমূহ ৩০০ ফিট এলাকায় পার্কিং করবে। ট্রাফিক নির্দেশনায় আরও বলা হয়, ঢাকা মহানগর এলাকা যানজট মুক্ত রাখতে এবং সুষ্ঠু...
১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
অনলাইন ডেস্ক
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে। একইসঙ্গে, তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। সংস্থাটি সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসব তথ্য সরবরাহ করার জন্য নির্দেশনা পাঠিয়েছে। বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজ (৩০ ডিসেম্বর) একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তলব হওয়া সাংবাদিকদের মধ্যে আছেনসাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন, বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিনিধি নুরুল ইসলাম হাসিব, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক দ্বীপ আজাদ, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সাবেক প্রধান বার্তা সম্পাদক আবুল কালাম আজাদ, উপ-প্রদান বার্তা সম্পাদক মো. ওমর ফারুক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের...
সচিবালয়ে আগুনের ঘটনায় বলি হলেন ওমরায় থাকা ডিসি তানভীর
নিজস্ব প্রতিবেদক
সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে বদলি করা হয়েছে। তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। তবে পবিত্র ওমরাহ পালনে ১৫ দিনের ছুটিতে সৌদি আরবে অবস্থান করছেন তানভীর। যিনি ২২ ডিসেম্বর সপরিবারে ঢাকা ত্যাগ করেন এবং আগামী ৪ জানুয়ারি দেশে ফিরবেন। তানভীর আহমেদের ছুটির সময় সচিবালয়ের নিরাপত্তার পুরো দায়িত্ব পালন করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু সাঈদ। তবে, তিনি এখনও তার বর্তমান পদে বহাল রয়েছেন। এদিকে, ২৯ ডিসেম্বর ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে সচিবালয়ের নিরাপত্তা বিভাগের নতুন ডিসি হিসেবে মোহাম্মদ বিল্লাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনায় ২৬ ডিসেম্বর রাতে সচিবালয়ের অগ্নিকাণ্ড নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত হন ফায়ার সার্ভিস...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর