শতাধিক আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ

সংগৃহীত ছবি

শতাধিক আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

সচিবালয়ে নাশকতার মামলায় শতাধিক আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

সোমবার (২৬ আগস্ট) সচিবালয়ে নাশকতার মামলায় এদিন মোট ১৮৯ আনসার সদস্যকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।  তাদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ, রমনা ও পল্টন থানার মামলা হয়েছে।

এর আগে রোববার (২৫ আগস্ট) রাতে সচিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস ইসলামকে অবরুদ্ধ করে আনসার সদস্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের মুক্ত করতে গেলে আনসার সদস্যদের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আনার সদস্যদের হামলায় ৬০ জনের বেশি সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত হাসনাত আব্দুল্লাহসহ ৫ জন ঢাকা মেডিকেলে ভর্তি হন।

পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাসদস্যরা সেখানে গেলে তাদের ওপরেও হামলা করে আনসার সদস্যরা। এতে ৬ সেনাসদস্য আহত হন যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।

news24bd.tv/FA