ন্যায়বিচার প্রতিষ্ঠায় যা করা সম্ভব অন্তর্বর্তী সরকার তাই করবে: জাতিসংঘ

সংগৃহীত ছবি

ন্যায়বিচার প্রতিষ্ঠায় যা করা সম্ভব অন্তর্বর্তী সরকার তাই করবে: জাতিসংঘ

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। টানা ১৫ বছরে হাসিনা সরকারের শাসনামলে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় নতুন অন্তর্বর্তী সরকারের জন্য দেশ পরিচালনা ভয়াবহ চ্যালেঞ্জের হয়ে পড়েছে বলে মনে করেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

সোমবার (২৬ আগস্ট) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ডুজাররিক বলেন, আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক এবং মানবিক দিক থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে।

তারা আইনের শাসন এবং ন্যায়বিচার অনুসরণ করে যা যা করা সম্ভব তাই করবে আমাদের আশা।

জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে বাংলাদেশে জাতিসংঘের দল কাজ করছে বলেও জানান তিনি।

ডুজাররিক বলেন, জাতিসংঘ দল বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্বাস্থ্যবিধির প্রয়োজনীয় উপকরণ এবং খাবার সরবরাহ করছে। ইতিমধ্যে সাত লাখ মানুষকে সাহায্য করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

news24bd.tv/এসএম