চুয়াডাঙ্গায় জনপ্রিয় হচ্ছে ব্রি ধান ৯৮

চুয়াডাঙ্গায় জনপ্রিয় হচ্ছে ব্রি ধান ৯৮

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

‘চুয়াডাঙ্গায় দিন দিন জনপ্রিয় হচ্ছে খরা সহিষ্ণু, উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদি ব্রি ধান ৯৮। উচ্চ ফলনশীল হলেও এ ধানের বীজ সংরক্ষণ করা যায়। এর ফলে বীজের পরনির্ভশীলতা দূর হবে। ’ 

আমন মৌসুমের উচ্চ ফলনশীল এ জাতের শস্য কর্তন বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন, আর্ন্তজাতিক সার উন্নয়ন কেন্দ্র- আইএফডিসির ডেপুটি চিফ ড. সামসুল কবির।

মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকনাথপুর গ্রামের আদর্শ কৃষক রোকনুজ্জামান বাবু। প্রধান অতিথি ছিলেন আইএফডিসির ডেপুটি চিফ ড. সামসুল কবির।  

বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কৃমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অফিসার আল সাবাহ, আইএফডিসির চিফ কনসালটেন্ট সিরাজুল ইসলাম, ফার্মার অ্যাঙ্গেজমেন্ট অ্যান্ড এক্সটেনশন স্পেশালিস্ট ড. শারুখ আহমেদ, ফিল্ড সুপারভাইজার মীর মোহাম্মদ আব্দুল মান্নান ও অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার নজরুল ইসলাম।

উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ফিল্ড কোর্অডিনেটর আলমগীর রশীদ, মার্কেট সিস্টেম ম্যানেজার নূরুল করিম ভুঁইয়া প্রমুখ।

news24bd.tv/কেআই