ফিলিস্তিনের পশ্চিমে ইসরায়েলি হামলায় নিহত ১১

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের পশ্চিমে ইসরায়েলি হামলায় নিহত ১১

অনলাইন ডেস্ক

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের উত্তরে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে আল-ফারা শরণার্থী শিবিরে বিমান হামলায় পাঁচজন এবং জেনিনে ড্রোন হামলা ও সশস্ত্র সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা।  

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বলেছে যে তারা জেনিন এবং তুলকারমে সন্ত্রাসকে ব্যর্থ করার জন্য একটি সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে। এই হামলাটিকে একটি বড় ইসরায়েলি অভিযান বলে মনে করা হচ্ছে।

কারন একই সময়ে অন্তত চারটি ফিলিস্তিনি শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে - জেনিন, তুলকারম, নাবলুস এবং তুবাস।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ বলেছেন যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) "গত রাত থেকে জেনিন এবং তুলকারম শরণার্থী শিবিরে স্থাপিত ইরান-ইসলামী সন্ত্রাসী অবকাঠামো ভেঙে ফেলার জন্য পূর্ণ শক্তির সাথে কাজ করছে"।

সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদকে সমর্থন করার জন্য তিনি ইরানকে অভিযুক্ত করেছেন।  

ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে যে আইডিএফ, অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট এবং ইসরায়েল বর্ডার পুলিশ বাহিনী বর্তমানে জেনিন এবং তুলকার্মে সন্ত্রাস দমন করতে একটি সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে।

সূত্র: বিবিসি

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক