রিজার্ভ নিয়ে সুখবর দিলেন গভর্নর

রিজার্ভ নিয়ে সুখবর দিলেন গভর্নর

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আর এক ডলারও বিক্রি হবে না বলে জানিয়ে দিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। ফলে রিজার্ভ কমার সম্ভাবনা নেই জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে।  

আজ বুধবার (২৮ আগস্ট) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ব্রিফকালে এ কথা বলেছেন গভর্নর।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের নতুন বোর্ড সহযোগিতা না করলে তাদেরও পরিবর্তন: গভর্নর

ড. আহসান এইচ মনসুর বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, রিজার্ভ বিক্রি না করার।

এক ডলারও না। ফলে কমার কোনো সম্ভাবনা নেই, বাড়ার সম্ভাবনা আছে। কারণ কিছু না কিছুটা তো আসবে, আসলে আমরা কিছুটা বাড়াতে পারবো।  

এসময় তিনি বলেন, রিজার্ভ না কমিয়ে এক্সচেঞ্জ রেট স্টেবল করাই আমাদের লক্ষ্য।

 আমরা চেষ্টা করছি আন্তঃব্যাংক মার্কেট থেকে ডলার ডাইভার্ট করে নিয়ে সোনালী-রুপালী ব্যাংকে দেওয়ার, যাতে সরকারের যেসব এলসি খোলা হয়েছে ইতোমধ্যে, সেগুলো যেন আমরা বিক্রি করতে পারি। প্রতিদিন আমরা ৬০-৭০ মিলিয়নের মতো বাজার থেকে তুলছি।    

বাংলাদেশ ব্যাংকের পরিবর্তী কাজ ব্যাংক খাতের সংস্কার জানিয়ে তিনি আরও বলেন, এস আলমের বাইরের কিছু ব্যাংক নিয়েও কাজ করা হবে।

আরও পড়ুন: সিদ্ধান্ত থেকে সরে এলো পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

গভর্নর এসময় আরও বলেন, ইসলামী ব্যাংকের নতুন বোর্ডের সঙ্গে আমরা বসবো। তাদের বুঝতে হবে এই ব্যাংক এখন সরকারি মালিকানায়। কাজেই জনগণের স্বার্থ দেখতে হবে। প্রয়োজনে ইসলামী ব্যাংকের বোর্ড পরিবর্তনও করবো। নতুন বোর্ড সংস্কারে সহযোগিতা না করলে পরিবর্তন হবে। তাদের ওপর কঠোর নজরদারি করা হবে।

news24bd.tv/SHS