কবি আল মাহমুদ আইসিইউতে

ছবি সংগৃহীত

কবি আল মাহমুদ আইসিইউতে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) ভর্তি করা হয়েছে।
শনিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে নেয়া হলে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।   

কবি আল মাহমুদের ঘনিষ্ঠজন কবি আবিদ আজম জানান, আল মাহমুদ নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। হাসপাতালে ভর্তির পর কবিকে প্রথমে সিসিইউতে ও পরে আইসিইউতে নেওয়া হয়।

তিনি অধ্যাপক ডা. মো. আবদুল হাইয়ের তত্ত্বাবধানে আছেন।

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি তিনি। বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেনও তিনি। আল মাহমুদ একাধারে একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক।

১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন কবি আল মাহমুদ। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি। এছাড়া একুশে পদক, ফিলিপস সাহিত্য পুরস্কার, শিশু একাডেমি (অগ্রণী ব্যাংক) পুরস্কার ও কলকাতার ভানুসিংহ সম্মাননা পেয়েছেন তিনি।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর