ফেনীতে দেড় হাজার বন্যার্ত পরিবারে বসুন্ধরার খাদ্যসামগ্রী বিতরণ

ফেনীতে বসুন্ধরার ত্রাণ বিতরণ

ফেনীতে দেড় হাজার বন্যার্ত পরিবারে বসুন্ধরার খাদ্যসামগ্রী বিতরণ

ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে বসুন্ধরা গ্রুপ। প্রতিদিন খাদ্যসামগ্রী নিয়ে বন্যার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৮ আগস্ট) দুপুরে ফেনীর কালিদহ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ১ হাজার ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা।

 

বসুন্ধরা এলাকায় বসবাসরত সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় এ খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। এর আগে ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে প্রায় ৪০ হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করে এ শিল্প গ্রুপ।  

বসুন্ধরা গ্রুপের ডিরেক্টর আহমেদ ইব্রাহীম সোবহানের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

news24bd.tv/আইএএম