সুদানে ভারী বৃষ্টিপাতে নিহতের সংখ্যা বেড়ে ১৩৮

সংগৃহীত ছবি

ইউএনবি

সুদানে ভারী বৃষ্টিপাতে নিহতের সংখ্যা বেড়ে ১৩৮

অনলাইন ডেস্ক

সুদানের ১০টি অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাতে নিহতের সংখ্যা বেড়ে ১৩৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জরুরি কক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত ১৩৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। দুর্যোগে ৩১ হাজার ৬৬৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১২ হাজার ৪২০টি বাড়ি পুরোপুরি ধসে পড়েছে।

এদিকে, সুদানের পাঁচটি রাজ্যে কলেরায় নতুন করে ১০২ জন শনাক্ত এবং পাঁচটি নতুন মৃত্যু রেকর্ড করা হয়েছে।

এর ফলে এই রোগে মোট সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যথাক্রমে ১ হাজার ২২৩ এবং ৪৮-এ দাঁড়িয়েছে।

প্রতি বছরের জুন থেকে অক্টোবরের মধ্যে দেশটিতে এ বিপর্যয় দেখা দেয়। সাম্প্রতিক ভয়াবহ বৃষ্টিপাতের ফলে প্রাণহানি ছাড়াও কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: সুদানে বাঁধ ভেঙে ব্যাপক বিপর্যয়, নিহত অন্তত ৬০

২০২৩ সালের এপ্রিলের মাঝামাঝি সময়ে সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং আধাসামরিক বাহিনী র্যা পিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে কলেরা, ম্যালেরিয়া, হাম ও ডেঙ্গু জ্বরের মতো মহামারি রোগ ছড়িয়ে পড়েছে।

এসব রোগে শত শত মানুষ মারা গেছে।

গত ১৭ আগস্ট সুদানের স্বাস্থ্যমন্ত্রী হাইথাম মোহাম্মদ ইব্রাহিম দেশটিতে কলেরার প্রাদুর্ভাব ঘোষণা করেন।

এসএএফ ও আরএসএফের মধ্যে মারাত্মক সংঘর্ষের ফলে এ পর্যন্ত কমপক্ষে ১৬ হাজার ৬৫০ জন প্রাণ হারিয়েছে।

news24bd.tv/JP