দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে নতুন করে ২৭৩ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাবান্ধা হয়ে ভারতের ফুলবাড়ি সীমান্ত অতিক্রম করে কয়েকটি ট্রাকে এসব আলু নেপালে পাঠানো হয়েছে। এর আগে গত ১০ এপ্রিল একই বন্দর দিয়ে ১৪৭ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছিল। এ নিয়ে চলতি মৌসুমে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মোট ৪ হাজার ৪৯৪ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরের বিভিন্ন এলাকা থেকে উন্নত মানের আলু সংগ্রহ করে পরীক্ষার পর রপ্তানি করা হচ্ছে। রপ্তানিকাজে অংশ নিয়েছেথিংকস টু সাপ্লাই, হুসেন এন্টারপ্রাইজ,...
নেপালে ২৭৩ মেট্রিক টন আলু রপ্তানি
অনলাইন ডেস্ক

‘সাকিব কি বলেছে, আমি স্যরি’
মাগুরা প্রতিনিধি

জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান জেনে-বুঝেও কীভাবে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করলেন, এমন প্রশ্ন রেখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, একটা দলের হাতে রক্ত। সেই দল হাজার ছেলেকে গুম করেছে খুন করেছে। সাকিব আল হাসান আওয়ামী লীগের যোগদান করার আগেই সব কিছুই জানতো। আজ শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন প্রেস সচিব। পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, ২০২৪ জুলাই-আগস্ট আন্দোলন সারাদেশের মতো মাগুরায়ও হয়েছে। আন্দোলনে নির্মমভাবে তিন-চারটা ছেলে মারা গেছে। সাকিব তো মাগুরার সংসদ সদস্য ছিলেন, তিনি কি আন্দোলনে নিহত মানুষের কথা জানতেন না? সাকিব কি কখনো বলেছে, আমি স্যরি, আমার নির্বাচনি এলাকার মধ্যে নিহতের ঘটনা ঘটেছে, আমি এর নিন্দা জানাই। প্রেস সচিব আরও বলেন, ২০২৪ সালের মাগুরা-১ আসনের সংসদ...
কওমি সনদ বাস্তবায়নের বিষয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা
অনলাইন ডেস্ক

ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হুসাইন বলেছেন, কওমি সনদ বাস্তবায়নের দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের নয়, শিক্ষা মন্ত্রণালয়ের। তবে আমি এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাসহ সবার সঙ্গে কথা বলেছি। সবাই আমাকে আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, এখন আমাদের দেখতে হবে কওমির সনদ ও সুবিধা যারা নিতে চান, তারা নিতে কতটা প্রস্তুত। তারা নিতে চাইলে আমরা দিতে প্রস্তুত আছি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত মাড়ে ১০টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধুলিয়া মাদরাসা মাঠে আল্লামা আব্দুর রহমান শায়খে ধুলিয়ার জীবন ও কর্ম নামে একটি গ্রন্থের প্রকাশনা এবং তার জীবন ও কর্ম শীর্ষক আলোচনাসভায় প্রধান মেহমানের বক্তৃতায় এসব কথা বলেন। ড. আ ফ ম খালিদ হুসাইন বলেন, চাকরি ও কওমি সনদের স্বীকৃতির বিষয়ে আলেম-ওলামাদের মাঝে একটি ফিলসফি কাজ করে, সেটি হলো- দারুল উলুম দেওবন্দের আটটি নীতির একটি হলো সরকারের...
শুল্ক সমস্যা সমাধানে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে: তৌহিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক

মার্কিন শুল্কের বিষয়ে বাংলাদেশ যে সকল পদক্ষেপ নিচ্ছে, যুক্তরাষ্ট্র থেকে আগত প্রতিনিধিদের তা জানানো হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক সমস্যার বিষয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে।এ সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ফরেন সার্ভিস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। উপদেষ্টা আরও জানান, মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে বাংলাদেশকে মিথ্যা অভিযোগের দায়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে লিখিত প্রতিবাদ জানানো হয়েছে ইতিমধ্যেই। পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সঙ্গে কী আলাপ আলাপ হয়েছে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এ বিষয়ে কোনো আলাপ তিনি করবেন না। কারণ এফওসি সম্পর্কে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর