আরও বাড়লো এলপি গ্যাসের দাম

আরও বাড়লো এলপি গ্যাসের দাম

অনলাইন ডেস্ক

চলতি সেপ্টেম্বরের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এলপি গ্যাসের নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এই নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এর আগে, গত মাসে (আগস্ট) ভোক্তাপর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তবে বিইআরসি নির্ধারিত দামে বাজারে খুচরা পর্যায়ে এলপিজি কিনতে পারেন না ক্রেতা, এমন অভিযোগ দীর্ঘদিনের। এবার এ বিষয়টি তদারকি করবে কমিশন এমনটিই জানিয়েছেন বিআরইসি চেয়ারম্যান জালাল আহমেদ।

news24bd.tv/SHS