হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে: রিজভী

হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

অপরাধীদের ক্ষমা নয় বরং বিচার করার দাবি জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বিএসএমএমইউতে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে ও আর্থিক সহযোগিতা করতে আসেন রুহুল কবির রিজভী।

পরে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে জামায়াতের দিকে ইঙ্গিত করে বলেন, গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলেছেন তারা? ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার, প্রতিটি অপরাধের বিচার করতে হবে।

যদি শেখ হাসিনাসহ অপরাধীদের বিচার করা না হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে।

news24bd.tv/SHS