নতুন কর্মসূচি দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নতুন কর্মসূচি দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

অনলাইন ডেস্ক

নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগ সরকার পতনের এক মাসপূর্তি উপলক্ষে দেওয়া কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘শহীদী মার্চ’ শুরু হবে।  

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম এ কর্মসূচি ঘোষণা করেন। এসময় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আওয়ামী লীগকে ক্ষমা, জামায়াতকে ইঙ্গিত করে যা বললেন রিজভী

কর্মসূচির বিষয়ে সারজিস আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এই ‘শহীদী মার্চ’ করা হবে। মার্চটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বিকাল ৩টায় শুরু হবে। ’

মার্চ কর্মসূচি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, সাইন্সল্যাব, কলাবাগান হয়ে মানিক মিয়া এভিনিউ যাবে। এরপর বিজয় সরণি, ফার্মগেট হয়ে কাওরান বাজার, শাহবাগ হয়ে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হবে।

আরও পড়ুন: প্রশাসনের ২৪ কর্মকর্তার নিয়োগ বাতিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সময় আবু বাকের মজুদারসহ অন্য সমন্বয়করাও সেখানে উপস্থিত ছিলেন।

news24bd.tv/SHS