আন্দোলনে ৫৪ পুলিশ নিহতের ঘটনায় তদন্তের পর মামলা: আইজিপি

ফাইল ছবি

আন্দোলনে ৫৪ পুলিশ নিহতের ঘটনায় তদন্তের পর মামলা: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেছেন, যৌথ অভিযানে লাইসেন্স বাতিল করা অস্ত্র, অবৈধ অনেক অস্ত্র পাচ্ছি। অভিযানে ভালো ফল পাচ্ছি।

আইজিপি বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন চলবে। মামলার আসামিরা আইনের আওতায় আসবে।

পুলিশ কাজ করছে সঠিকভাবে। পুলিশে ব্যাপক বদলি হচ্ছে।

বুধবার এক ব্রিফিংয়ে তিনি জানান, পুলিশের কাজ দৃশ্যমান হবে। ৫৪ জন পুলিশ এ আন্দোলনে শহীদ হয়েছে।

পুলিশের অবদান আছে। মৃত্যুর ঘটনায় তদন্ত করে মামলা হবে।

ময়নুল ইসলাম বলেন, শিল্প এলাকাগুলোতে সংলাপ করছি সবপক্ষের সাথে। কালও মিটিং হবে। পাশাপাশি অন্যায় কর্মে আছে তাদের ছাড় দেবো না।

আইজিপি বলেন, আন্দোলনের কারণে দেশের অনেক থাকা ক্ষতির শিকার। ক্ষতিগ্রস্ত ৩শ' থানা এবং নষ্ট গাড়ি মেরামত চলছে। পুলিশ কাজ করছে তবে একটু সময় লাগবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক