আগামীকাল কী জানাবেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য সদস্যরা?

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল

আগামীকাল কী জানাবেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য সদস্যরা?

অনলাইন ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন বলে আজ বুধবার সাংবাদিকদের জানিয়েছেন।  আজ বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে নিজের দপ্তরে অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এরমধ্যে নির্বাচন কমিশন সংস্কারের কথা উঠেছে রাজনৈতিক মহলে। ফলে গুঞ্জন রয়েছে, আগামীকাল বড়ো ধরণের কোনো ঘোষণা আসতে পারে।

এমনকি পদত্যাগের ঘোষণাও যদি আসে তাহলে অবাক হওয়ার কিছু নেই।

আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন কমিশন দলীয় স্বার্থে ব্যবহৃত হয়েছে এবং দলের লোকজন নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। সেসময়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হন কাজী হাবিবুল আওয়ালসহ অন্যান্য সদস্যরা।

পদত্যাগ কবে করবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার জানানো হবে।

যা বলার বৃহস্পতিবার ১২টার সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে।

রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বৃহস্পতিবারই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব।

উল্লেখ্য, বর্তমান নির্বাচন কমিশনে আছেন

প্রধান নির্বাচন কমিশনার- কাজী হাবিবুল আউয়ালন (চেয়ারম্যান)
নির্বাচন কমিশনার- ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ) (সাধারণ প্রশাসন)
নির্বাচন কমিশনার- বেগম রাশিদা সুলতানা (জনগণের যোগদান) 
নির্বাচন কমিশনার- জনাব মোঃ আলমগীর (নির্বাচন প্রশাসন)
নির্বাচন কমিশনার- জনাব মোঃ আনিছুর রহমান (তদন্ত ও প্রক্রিয়া)

এছাড়াও এনাদের একান্ত সচিব হিসেবে কর্মরত আছেন আরও পাঁচজন।

news24bd.tv/JP