মাদানিয়া বারিধারার প্রিন্সিপালের সঙ্গে শায়খ আহমাদুল্লাহর সাক্ষাৎ

মাদানিয়া বারিধারার প্রিন্সিপালের সঙ্গে শায়খ আহমাদুল্লাহর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জামিয়া মাদানিয়া বারিধারার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মুফতি মনির হোসাইন কাসেমীর সঙ্গে আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বারিধারা মুহতামিমের নিজ কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

এ সময় আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ হতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত-নিহতদের জন্য ঘোষিত ১০ কোটি টাকার সহযোগিতা প্রদানের অংশ হিসেবে দুচোখ হারানো পটিয়া মাদ্রাসা শিক্ষার্থী মোরশেদুল আলমকে ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন তারা।

চেক হস্তান্তর শেষে চলমান সময়ের বিভিন্ন বিষয় নিয়ে দেশের শীর্ষ এই দুই আলেম একান্ত আলাপ-আলোচনা করেন।

উল্লেখ্য, পটিয়া মাদ্রাসা শিক্ষার্থী মোর্শেদুল আলম গত ৪ আগস্ট চট্টগ্রামের পটিয়ার ডাকঘর এলাকায় ছাত্রলীগের গুলিতে দু চোখ হারিয়ে অন্ধ হয়ে যান। এরপর বারিধারা মুহতামিমের তত্ত্বাবধানে ও বারিধারা মাদ্রাসায় অবস্থান করে তার যাবতীয় চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য মোরশেদকে সিঙ্গাপুর আই হসপিটালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তাররা।  

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবার মাগফেরাত কামনা করেন বারিধারা মুহতামিম ও শায়খ আহমাদুল্লাহ।

আর দুচোখ হারিয়ে অন্ধ হয়ে যাওয়া মোর্শেদুল আলমসহ আন্দোলনে আহত সবার সু-চিকিৎসার জন্য দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

news24bd.tv/তৌহিদ