কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে ৪০০ কোটি বছর আগের রহস্য ফাঁস

কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে ৪০০ কোটি বছর আগের রহস্য ফাঁস

অনলাইন ডেস্ক

বিজ্ঞানীরা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে সম্প্রতি ৪০০ কোটি বছর আগের এক রহস্য ফাঁস করেছেন। সৌরজগতের বড় চাঁদ হিসেবে পরিচিত উপগ্রহ গ্যানিমেড আঘাতপ্রাপ্ত হয়ে প্রায় ৪০০ কোটি বছর আগে বড় ধরনের পরিবর্তনের শিকার হয়।

গ্যানিমেডের এই ঘটনার সাথে তুলনা করে বিজ্ঞানীরা মনে করিয়েছেন, প্রায় ৬ কোটি ৬০ লাখ বছর আগে পৃথিবীতেও একটি বড় আকারের গ্রহাণু আঘাত হেনেছিল, যা ডাইনোসরসহ অসংখ্য প্রজাতির বিলুপ্তির কারণ হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন: এবার বরফ গলার রহস্য জানাবে রোবট

সাম্প্রতিক এক গবেষণায় আরও জানা গেছে, গ্যানিমেডের ওই আঘাতের ফলে চাঁদটির পৃষ্ঠে ১,৪০০ থেকে ১,৬০০ কিলোমিটারব্যাপী গর্ত তৈরি হয়েছিলো।

ওই ঘটনায় এর ঘূর্ণন অক্ষও স্থানান্তরিত হয়ে যায়।

জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী হিরাতা নাওয়ুকি এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন। যে গ্রহাণুটি গ্যানিমেডে আঘাত করেছিলো তার আকার ছিলো পৃথিবীতে আঘাত করা গ্রহাণুর তুলনায় ২০ গুণ বড়।

news24bd.tv/SC