রংপুর শিবিরে যোগ দিলেন চার-ছক্কার রাজা গেইল

ছবি: রংপুর রাইডার্সের ফেসবুক পেজ থেকে

রংপুর শিবিরে যোগ দিলেন চার-ছক্কার রাজা গেইল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কিউই তারকা ব্রেন্ডন ম্যাককালামের পর এবার রংপুর রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন ব্যাটিং দানব ক্রিস গেইলও। বুধবার প্রথমবারের মতো বিপিএল খেলতে ঢাকায় পৌঁছান নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। আজ বৃহস্পতিবার এসে গেছেন গেইল। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে রংপুরের শিবিরে যোগ দেন কুশল পেরেরা।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে গেইলের ঢাকায় পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছে রংপুর কর্তৃপক্ষ।

গেইল পৌঁছানোর পর রংপুর রাইডার্স ভক্তদের উচ্ছ্বাস ও আত্মবিশ্বাস আরও বেড়েছে। কেউ কেউ দলটিকে আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তুলনা করা শুরু করে দিয়েছেন।

কেউ বলছেন, এবার বিপিএল আরও বেশি জমে উঠবে। ম্যাককালাম ও গেইল আসার পর অন্য দলের ভক্তরাও রংপুর ভক্তদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন।

রংপুরের এবার নতুন আইকন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিপিএলের পঞ্চম আসরে এখন পর্যন্ত আসরে তিনটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে রংপুর। আগামী ১৮ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।

এর আগে চার আসরেই খেলেছিলেন গেইল। প্রথম মৌসুমে বরিশালের হয়ে মাঠ মাতান। দ্বিতীয় আসরে খেলেন ঢাকার হয়ে। তৃতীয় মৌসুমে ফের বরিশালে। গেল আসরে চিটাগং ভাইকিংসের জার্সি পরেন তিনি। এবার রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামবেন এই চার-ছক্কার রাজা।

শনিবার মাঠে নামবে রংপুর। সেই ম্যাচেই দেখা যাবে গেইলকে। সঙ্গে থাকছেন টি-টোয়েন্টির আরেক মহাতারকা ব্রেন্ডন ম্যাককালাম। এছাড়া মঙ্গলবার রংপুর স্কোয়াডে যোগ দেন লঙ্কান তারকা ব্যাটসম্যান কুশল পেরেরা।

রংপুর রাইডার্স স্কোয়াড:

দেশি: মাশরাফি বিন মুর্তজা (আইকন), মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফিস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আবদুর রাজ্জাক, এবাদাত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম ও জহির খান।

বিদেশি: ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, শামিউল্লাহ শেনওয়ারি ও স্যাম হেইন।

সম্পর্কিত খবর