গোপালগঞ্জে ডিবি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে আটক ৬

ছবি: ভিডিও থেকে নেওয়া

গোপালগঞ্জে ডিবি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে আটক ৬

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এসময় দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতদের কাছ থেকে পুলিশের পোষাক, হ্যান্ডকাপ, পুলিশের বেল্ট, রিভলবার রাখার কভার, পুলিশের ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত মাইক্রোবাসে পুলিশ লেখা স্টিকারও লাগানো ছিল।

পুলিশ ও স্থানীয় জনতা জানায়, বৃহম্পতিবার রাত ১২ টার দিকে কাশিয়ানী থানার জোতকুরা গ্রামে একটি মাইক্রোবাসে চড়ে ডাকাতি করতে এসে ডিবি পরিচয় দেয়। পরে স্থানীয় জনতা তাদেরকে চ্যালেঞ্জ করে এবং সন্দেহ হলে ৬ জনকে ধরে ফেলে। কিন্তু ২ জন দৌড়ে পালিয়ে যায়। বর্তমানে তারা কাশিয়ানী থানায় আটক আছেন।

কাশিয়ানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের নামে দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। তদন্ত চলছে। তাদেরকে দ্রুত আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, দেশের বর্তমান পরিস্থিতিতে জেলার বিভিন্ন এলাকায় স্থানীয়রা রাত জেগে নিজেরাই পাহারা দিচ্ছে।

news24bd.tv/JP