মণিপুরে সংঘাত: দুই সম্প্রদায়ের বন্দুকযুদ্ধে নিহত ৫

মণিপুরে সংঘাত: দুই সম্প্রদায়ের বন্দুকযুদ্ধে নিহত ৫

অনলাইন ডেস্ক

ভারতের মণিপুরে আবারও নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) পৃথক দুটি ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন জানিয়েছে মণিপুরের জিরিবাম জেলা পুলিশ।

জিরিবাম পুলিশ বলছে, শনিবার সকালে রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ২২৯ কিলোমিটার দূরে জেলার নুংচাপ্পি গ্রামে সন্দেহভাজন কুকি বিদ্রোহী হামলায় ইউরেম্বাম কুলেন্দ্র সিংহ নামে ৬৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। অন্যদিকে মেইতি সশস্ত্র গোষ্ঠী ও পাহাড়ি বিদ্রোহী কুকি উপজাতিদের মধ্যে বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত হন।

জিরিবাম পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) জানান, মণিপুরের মইরাং শহরে কুকি বিদ্রোহীরা যখন রকেট চালিত বোমা হামলা চালায় তখন প্রার্থনারত মেইতি সম্প্রদায়ের এক বৃদ্ধ নিহত। এই ঘটনার ঠিক একদিন পরেই আবার হামলার ঘটনাটি ঘটল।

গতকাল শুক্রবার সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায়ের লোকজন ইম্ফল উপত্যকার পাঁচটি জেলায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করে। এসময় রাজ্যের হাজার হাজার মানুষ এই প্রতিবাদ-সমাবেশে অংশ নেন।

এই দিনই ড্রোন ও রকেট হামলার ঘটনাটি ঘটেছে।  

সূত্র: এনডি টিভি

news24bd.tv/JP