এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে।
পশ্চিমবঙ্গের কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় যখন গোটা ভারত উত্তাল, তখন আবারও প্রায় একই ধরনের বীভৎস ঘটনা ঘটল দেশটিতে। তাও আবার দেশটির প্রধানমন্ত্রীর নিজ রাজ্যে।
স্থানীয় বার্তা সংস্থা আইএএনএসের খবর অনুযায়ী, সম্প্রতি গুজরাটের ভাদোদারা জেলায় নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ পাওয়া গেছে ঝোপের ভেতর। তিনি ওই জেলার শিনোর গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।