চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চ থেকে ৪শ কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (৫ ফেব্রুয়ারি) এমভি নাঈম মিম-২ নামের একটি লঞ্চ থেকে এ জাটকা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। এ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম মমিনুর রহমান। বিজয় কুমার দাস বলেন, গত সোমবার রাতে সুরেশ্বর থেকে ঢাকাগামী লঞ্চ এমভি নাঈম মিম-২ মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় আসলে সেই লঞ্চে বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্ট ও উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালায়। এ সময় লঞ্চ থেকে ৪০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। তিনি বলেন, মাছগুলো স্থানীয় এতিমখানার এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে।...
চাঁদপুরে ৪০০ কেজি জাটকা জব্দ
অনলাইন ডেস্ক
![চাঁদপুরে ৪০০ কেজি জাটকা জব্দ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738749195-515762e0de506b28b4d4998e0e83b58e.jpg?w=1920&q=100)
ফেনীতে শহীদ পরিবারকে ঘর উপহার দিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
![ফেনীতে শহীদ পরিবারকে ঘর উপহার দিলেন তারেক রহমান](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738748894-30b5b90a0be8d1d969cf3a8ffd90d4e8.jpg?w=1920&q=100)
জুলাই বিপ্লবে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তা ও সোনাগাজী উপজেলার যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে ঘর উপহার প্রদান উপলক্ষে সমাবেশে শুরু হয়েছে। বুধবার বিকেল তিনটায় ফেনীর সোনাগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে শহীদ পরিবারের হাতে আর্থিক সহযোগিতা ও শহীদ মাসুদের পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সমাবেশে উপস্থিত রয়েছেন।...
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৩
অনলাইন ডেস্ক
![গাজীপুরে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৩](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738748391-8214f598e6b368cf848715d761e7b93e.jpg?w=1920&q=100)
গাজীপুরের কালীগঞ্জে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে জয়দেবপুর-ইটাখোলা সড়কের নোয়াপাড়া মৈশাইর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। নিহত ৩ জনের বয়স ৩০ থেকে ৩৫ বছর। স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী থেকে শসা বোঝাই করে একটি পিকআপ জয়দেবপুরের দিকে যাচ্ছিল। কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া মৈশাইর এলাকায় পৌঁছালে অটোরিকশাকে পাশ কাটানোর সময় পিকআপের চালক নিয়ন্ত্রণ হারান। পিকআপটি সড়কের পাশে প্রায় ১৫ ফুট গভীর একটি খাদে পানিতে পড়ে যায়। চালকসহ তিনজন সেখান থেকে বের হতে পারেননি। ঘটনাস্থলে ওই তিনজনের মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সবজিবাহী একটি পিকআপ খাদে পড়ে গেলে তিনজন পানির নিচে আটকে পড়েন। সেখানেই তাদের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন...
গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধ
![গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738747985-1c381f086c9ab3816d1bc2c2755c61f0.jpg?w=1920&q=100)
সুনামগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের পৌর শহরের বালুরমাঠের শাপলা চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। এসময় বিক্ষোভ মিছিলে হত্যাকারীদের বিচারের দাবিসহ শেখ হাসিনা সরকারের পুনর্বাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে তারা। সমাবেশে বক্তারা, গণহত্যাকারীদের অতি দ্রুত বিচারের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানায়। তাছাড়া যারা আওয়ামী লীগ সরকারের পুনর্বাসনের কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানান নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর