ঋণ জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক ৭ ব্যাংক কর্মকর্তাসহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (৭ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক জিএম মীর মহিদুর রহমান, সাবেক ডিজিএম মো. সফিজ উদ্দিন আহমেদ, সাবেক ডিএমডি মো. মাইনুল হক, সাবেক এজিএম সাইফুল হাসান, সাবেক জিএম ননী গোপাল নাথ, সাবেক এজিএম মো. কামরুল হোসেন খান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির, খানজাহান আলী সোয়েটার্স লিমিটেডের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. আ. জলিল শেখ, পরিচালক মো. রফিকুল ইসলাম ও পরিচালক মীর মো. শওকত আলী। রায়ের আদেশে বলা হয়, ৭ ব্যাংক কর্মকর্তার তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সাজা দেওয়া...
সাবেক ৭ ব্যাংক কর্মকর্তাসহ ১১ জনের কারাদণ্ড
অনলাইন ডেস্ক

আইনজীবীদের গাউন পরতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর ও আইনজীবীদের মামলার শুনানির সময় গাউন পরতে হবে। এ প্রসঙ্গে রোববার (৬ এপ্রিল) ট্রাইব্যুনাল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসি আছে, তাই এখানে গাউন পরতে হবে। এছাড়া নিম্ন আদালতের প্রতিটি কোর্টে যেন এসি থাকে, সেই ব্যবস্থা করার আহ্বান জানিয়ে ট্রাইব্যুনাল বলেন, এটা (সব আদালতে এসির ব্যবস্থা করা) আমাদের হাম্বল রিকোয়েস্ট টু দ্য অথরিটি। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের আদেশ অনুসারে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে গত ২৫ মার্চ বলা হয়, দেশব্যাপী তাপপ্রবাহের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করা হলো। এ নির্দেশনা ৬ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। আজকে...
প্রাথমিক রিপোর্ট হাতে, এ মাসেই চার্জ শিট শেখ হাসিনার বিরুদ্ধে
অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই ও আগস্টে গণহত্যার একটি মামলার চার্জশিট চলতি মাসেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জামার্নভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে এ তথ্য জানিয়েছেন তিনি। জুলাই ও আগস্ট গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত তিনটি মামলার তদন্ত চূড়ান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে প্রথমে ট্রাইব্যুনালে দাখিল করা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় থানার সামনে ভ্যান গাড়িতে ছয়জনের মরদেহ পুড়িয়ে হত্যার তদন্ত রিপোর্ট। তারপর রাজধানীর চানখাঁরপুলে হত্যার তদন্ত রিপোর্ট দাখিল করা হবে। এরপর যে তদন্ত রিপোর্ট দেওয়া হবে সেটি শেখ হাসিনার বিরুদ্ধে। এটি একটি পৃথক রিপোর্ট হবে। যেখানে শেখ হাসিনাকে সুপিরিয়র রেসপনসিবিলিটির (উর্ধ্বতন কর্তৃপক্ষের দায়) অভিযোগে...
হাছান মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জন ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুরে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে দুদকের চেয়ারম্যান ড. আবদুল মোমেন এ কথা জানিয়েছেন। দুদক চেয়ারম্যান আরও জানান, দুর্নীতি মামলার যেসব আসামি দেশের বাইরে পালিয়ে গেছেন তাদের ফেরাতে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেয়া হবে। যারা দুর্নীতি করেছেন তাদের প্রতি দুদক সহানুভূতিশীল নয় বলেও জানান চেয়ারম্যান। এসময় সাকিব আল হাসানকে নিয়ে ড. আবদুল মোমেন জানান, তিনি এখন আর দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন। তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে। প্রমাণ পেলে তিনিও মামলার আসামি হতে পারেন। news24bd.tv/TR