জাতীয় পার্টি আওয়ামী লীগের ব্ল্যাকমেইলের শিকার: জিএম কাদের

জিএম কাদের

জাতীয় পার্টি আওয়ামী লীগের ব্ল্যাকমেইলের শিকার: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি আওয়ামী লীগের ব্ল্যাকমেইলের শিকার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘ব্ল্যাকমেইল করে আওয়ামী লীগ আমাদের নানাভাবে ব্যাবহার করেছে, নির্বাচনে যেতে বাধ্য করেছে। ’ 

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর বানানীতে দলটির কার্যালয়ে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন।

২০১৪ নির্বাচনসহ ৩টি নির্বাচন অবৈধ হয়েছে। বিএনপি যায়নি বলে হুসেইন মুহাম্মদ এরশাদ নির্বাচন বর্জন করেন। ২০১৮ সালের নির্বাচনে চেয়ারম্যান মনে করেছেন বিধায় নির্বাচনে গিয়েছিল। প্রতিপক্ষদের থেকে আমাদের দল কোনো অংশে কম নয়।
’ 

তিনি বলেন, ‘আমাদের ব্ল্যাকমেইল করে নির্বাচনে যেতে বাধ্য করে আওয়ামী লীগ। তবুও আওয়ামী লীগ সরকারের অন্যায় অপকর্মের সমালোচনা করে এসেছি। ’ 

‘কোটা আন্দোলনে সবসময় আমাদের নেতাকর্মীরা ছাত্রদের সঙ্গে ছিল,’ বলেন জিএম কাদের।  

জিএম কাদের আরও বলেন, ‘আমরা সব সরকারের আমালে নির্যাতিত হয়েছি। মিথ্যা মামলা দিয়ে দলের চেয়ারম্যানকে নিপীড়ন, নির্যাতন, হয়রানি করা হয়েছে। সামনে শান্তি প্রতিষ্ঠায় জাতীয় পার্টি কাজ করবে। ’

news24bd.tv/আইএএম