রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. হাসান তালুকদার

অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার। ফাইল ছবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. হাসান তালুকদার

নিজস্ব প্রতিবেদক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।  

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অধ্যাপক ড. এস এম হাসান তালুকদারকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে ড. এস এম হাসান তালুকদারের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবের নিয়োগের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দায়িত্বে ছিলেন হাসান তালুকদার।

news24bd.tv/SHS