ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াতবিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যর নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। এ বিষয়ে রোববার (২৯ ডিসেম্বর) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামী সম্পর্কে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও বলেন, রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেছেন, ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ, কারা পায়ের রগ কাটে তাদের চিনে জনগণ, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত। রিজভীর এ জাতীয় বক্তব্য বিগত কয়েক দশক যাবত প্রচার...
রিজভীর বক্তব্যর কড়া প্রতিবাদ জামায়াতের
অনলাইন ডেস্ক
ইসলামী ব্যাংক দখল হয়নি, ‘মায়ের কোলে’ ফিরে এসেছে: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
নির্বাচনী প্রচার উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে এক পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, ইসলামী ব্যাংক দখল করেনি জামায়াতে ইসলামী, বরং এটি তার মায়ের কোলে ফিরে এসেছে। তিনি দাবি করেন, ৫ আগস্টের পর ডাকাতের বেশে নতুন ডাকাতরা ব্যাংক দখল করতে গিয়েছিল, কিন্তু তারা পালিয়ে এসেছে। শফিকুর রহমান আরও বলেন, ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী কখনো কারও ওপর জোর করে পর্দা প্রথা চাপিয়ে দেবে না। বরং একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে যেখানে নারীরা তাদের ইচ্ছায় পর্দা করবে। তিনি তার বক্তৃতায় জামায়াতে ইসলামী সরকারের লক্ষ্যকে তুলে ধরে বলেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং সব ধর্ম ও বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। তিনি জাতীয় উন্নয়নে সকল শ্রেণির মানুষকে...
জ্ঞান-বিজ্ঞানে বিশ্বকে নেতৃত্ব দেবে এই প্রজন্ম: শিবির সভাপতি
নিজস্ব প্রতিবেদক
একদিন জ্ঞান-বিজ্ঞানে বিশ্বকে আজকের প্রজন্ম নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। রোববার (২৯ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে বিজ্ঞানচর্চার অনুপ্রেরণা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার প্রদর্শনী এবং সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবে সন্ধ্যাটায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদানের মাধ্যমে শেষ হয়। ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম উদ্বোধনী বক্তব্যে বলেন, আধুনিক বিজ্ঞানের যে উৎকর্ষ আমরা আজ দেখতে পাচ্ছি, তার ভিত্তি স্থাপন করেছিলেন মুসলিম বিজ্ঞানীরা।...
সংবিধান কবর দেওয়ার কথায় কষ্ট লাগে: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা তোমাদের সিনিয়র হিসেবে তোমাদের অগ্রজ হিসেবে কষ্ট পাই যে, এভাবে কথা বলাটা ঠিক হলো? ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য। যদি নতুন কোনো সংবিধান লিখতে হয়, তাও তো লিখতে হবে। আগের অমুক সালের সংবিধান বাতিল করে নতুন সংবিধান জারি করা হলো। সুতরাং এই সংবিধানকেও সংশোধন করা যাবে। রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে নয়া পল্টনে আনন্দ ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বৈষ্যমবিরোধী ছাত্রদের কাছে অনুরোধ জানাব, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ভুল বুঝবেন না। সেটা হলো এই, এ ধরনের কথাগুলো ফ্যাসিবাদীদের মুখ দিয়ে আসে কবর দিয়ে দেবো, ধুয়ে ফেলবো, কেটে ফেলবো, ছিঁড়ে ফেলবো। এ সব কথা ভালো কথা নয়। জাতি তাকিয়ে আছে তোমাদের দিকে। আমরাও তাঁকিয়ে আছি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর