সংবিধান সংস্কার নয়, প্রয়োজনে দরকার নতুন গঠনতন্ত্র: ফরহাদ মজহার

ফরহাদ মজহার

সংবিধান সংস্কার নয়, প্রয়োজনে দরকার নতুন গঠনতন্ত্র: ফরহাদ মজহার

নিজস্ব প্রতিবেদক

আজ শনিবার ( ২১ সেপ্টেম্বর ) ‘ছাত্রবিপ্লবে শিক্ষাব্যবস্থা ও রাষ্ট্র সংষ্কারে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় ফরহাদ মজহার বলেন,সংবিধান সংস্কার নয়, প্রয়োজনে দরকার নতুন গঠনতন্ত্র।
ইকোনমিক রিপোর্টার্স মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি  বলেন, এ গণঅভ্যুত্থানে গণমানুষ হয়ে জামায়াতে ইসলামী, বিএনপিসহ সব দলের মানুষ প্রাণ দিয়েছে। যদিও অন্তর্বর্তী এ সরকারে স্থান পেয়েছে পছন্দের কিছু মানুষ। পছন্দের লোকদের নিয়েই কমিশন গঠন হচ্ছে।

রাষ্ট্রে বর্তমানে চলমান সংকট রাজনৈতিক, তাই রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে।  
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, সরকার ছাত্র আন্দোলনকে দলীয় ট্যাগ দিতে চেয়েছিল। পৃথিবীর ইতিহাসে একসাথে ৩০০ পার্লামেন্ট মেম্বার পালিয়ে যাবার ইতিহাস নাই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, রাষ্ট্রের প্রয়োজনে যেকোনো সময় তা হতে পারে।
বিএনপি ক্ষমতায় গেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল ভ্যাট বাতিল করা হবে।  
   
news24bd.tv/ডিডি