ঢাবিতে ছাত্রলীগের নির্যাতন-হামলা, মামলার আহ্বান শ্রম উপদেষ্টার  

ঢাবিতে ছাত্রলীগের নির্যাতন-হামলা, মামলার আহ্বান শ্রম উপদেষ্টার  

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা সবাইকে বাকরুদ্ধ করেছে। এ ঘটনার নিন্দা জানিয়ে ফেসবুকে অনেকে পোস্ট করেছেন। ঘটনার নিন্দা জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত গত ১৬ বছরে যত নির্যাতন, হামলা হয়েছে এসব ঘটনায় মামলা করার আহ্বান জানিয়েছেন তিনি।

ফেসবুকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, 'গত ১৬ বছরে ক্যাম্পাসে কয়েক হাজার শিক্ষার্থীকে নির্যাতন করেছে, হামলা করেছে ছাত্রলীগ। এসব ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে শুধুমাত্র ২০১৭ সালের একটি ঘটনার। মামলা না করে যদি বিচার চাওয়া হয় তাহলে কিসের ভিত্তিতে বিচার হবে?'

তিনি লেখেন, 'গত ১৬ বছরের ভিক্টিমদের সুনির্দিষ্ট তথ্য, হামলা কিংবা নির্যাতনের বিস্তারিত, অভিযুক্তের নিপীড়নের বিবরণসহ মামলা করার আহ্বান জানাচ্ছি। ' 

তিনি আরও লেখেন, 'বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরাও ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন, আপনারাও মামলা করুন যাতে করে কোন অপরাধী আবারও পুনর্বাসনের সুযোগ না পায়।

তবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলায় কারো নাম না দেওয়ার অনুরোধ থাকবে। '

news24bd.tv/TR