ইবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ইবিতে ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া

ইবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছে। শনিবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ হামলা চালালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন ছাত্রদল কর্মী আহত হন। সকাল সোয়া ৭টার দিকে বিশ্ববিদ্যালয় থানা গেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসানের গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৭টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার থেকে একটি মিছিল বের করে ছাত্রদল। এদিকে ছাত্রদল ক্যাম্পাসে মিছিল করবে এমন সংবাদে সকাল সাড়ে ৬টা থেকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে ক্যাম্পাস গেটে অবস্থান নেয় ছাত্রলীগ।

ছাত্রদলের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামের নেতৃতে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের থানা গেটে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা রড, হকিস্টিক ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা করে। মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ।

ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে  ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে। এসময়  কামরুল, মাহবুব এবং উল্লাস নামে ছাত্রদলের তিনকর্মী আহত হয়। এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পার্শ্ববর্তী আনন্দ নগর গ্রামে চলে যায়। পরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।  

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, ‘ছাত্রদল ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছিল। ছাত্রলীগের কর্মীরা তাদেরকে প্রতিহত করেছে। ’

ছাত্রদলের সভাপতি ওমর ফারুক বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল বের করলে ছাত্রলীগের পেটুয়া বাহিনী অতর্কিত হামলা চালায়। গণতান্ত্রিক অধিকার মিছিল মিটিং এর অধিকার ফিরিয়ে আনার জন্য সাধারণ ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে ছাত্রলীগের হামলার দাঁত ভাঙা জবাব দেব। ’