কুবিতে নতুন উপাচার্য, উপউপাচার্য ও কোষাধ্যক্ষ

ইউএনবি

কুবিতে নতুন উপাচার্য, উপউপাচার্য ও কোষাধ্যক্ষ

অনলাইন ডেস্ক

অষ্টম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. হায়দার আলীকে কুবির উপাচার্য পদে, অধ্যাপক ড. মাসুদা কামালকে উপ-উপাচার্য পদে এবং অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলামের সই করা আলাদা তিনটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অষ্টম উপাচার্য হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হায়দার আলী। এছাড়া উপউপাচার্য হিসেবে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

প্রজ্ঞাপনগুলোতে আরও বলা হয়, নিয়োগ করা পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। প্রত্যেকে চার বছর এ দায়িত্ব পালন করবেন।

news24bd.tv/JP