আলোচনায় ঢাবি শিবির সেক্রেটারি

এস এম ফরহাদ

আলোচনায় ঢাবি শিবির সেক্রেটারি

অনলাইন ডেস্ক

এস এম ফরহাদ নামের একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। সেই খবরের পর নানা মহল থেকে অনেকেই জানিয়েছেন প্রতিক্রিয়া।

এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফরহাদের রুমমেট পোস্ট দিয়েছেন বলে দাবি করা হচ্ছে।  

এ এস এম কামরুল ইসলাম নামের একজন ব্যবহারকারীর বরাত দিয়ে বলা হয়েছে, তিনি তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ফরহাদ আমার হলের জুনিয়র।

ব্যাপারটা শুধু এইটুকু না। সে আমার রুমমেট। কবি জসীমউদ্দিন হলের একই রুমে (৩০৮) আমরা চার বছরের মতো ছিলাম, পাশাপাশি বেডে। ব্যাপারটা এইখানেও শেষ না।
আমি হল ডিবেটিং ক্লাবে যে বছর জিএস ছিলাম, তার ঠিক পরের বছরে ফরহাদ আমার ক্লাবে প্রেসিডেন্ট হয়। আমরা সবাই মিলে একসঙ্গে বসেই এই সিদ্ধান্ত নিই ফরহাদ প্রেসিডেন্ট হবে, কারণ ক্লাবের কাজে, আচার ব্যবহারে, ক্লাব সিনিয়রদের সঙ্গে সম্পর্কের দিক থেকে সে খুবই চমৎকার। প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে আনডিসপিউটেড ছিল। যতদূর জানি, ডিপার্টমেন্ট ছাত্রলীগের সর্বশেষ কমিটির পোস্টেড সে। ’

পোস্টে তিনি আরও বলেন, ‘কাল রাত থেকেই একটা কথা কানে আসতেসিল, আজকে সেটা শিউর হইলাম। ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক। শিবির সে করতেই পারে, আমি এটা যদি আগে জানতামও আমি হয়তো তাকে জাজ করতাম না। কিন্তু তাই বলে আমার রুমমেট, আমার ক্লাবের ইমিডিয়েট জুনিয়র, আমার ক্লাবের প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক, আমি কল্পনাতেও আনি নাই। মানুষ তাও কিছু একটা সন্দেহ করে, চোখে লাগে। খোদার কসম ভাই কোনদিন এই জিনিস দেখবো তা ভাবতেও পারি নাই!’

এসময় তিনি আরও লেখেন, ‘ছেলে হিসেবে ফরহাদ অমায়িক, অত্যন্ত নম্র ভদ্র। আই উইল গিভ দিস টু হিম, নো ক্যাপ। আমি জাস্ট অবাক, যে এতদিনে বিন্দুমাত্র সন্দেহের উদ্রেক না করে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সেক্রেটারির হলে থেকে, ক্যাম্পাসে থেকে, হলে থেকেও কখনো কেউ জানতে পারে নাই তার রাজনৈতিক পরিচয়। অথচ আমরা এত বছর ধরে জানতাম ক্যাম্পাসের হল তো দূরে থাক, ত্রিসীমানাতেও শিবির আসে না। এখন দেখি শুধু ক্যাম্পাস আসে না, ওদের খোদ প্রেসিডেন্ট-সেক্রেটারি হলে সিট নিয়ে থাকে!’

পোস্টের শেষে তিনি বলেন, ‘মানুষ অবাক হয়। মাঝে মাঝে প্রচণ্ড অবাক হয়! কেউ কেউ অবাক হয়ে আকাশ থেকে পড়ে! আমি অবাক হয়ে আকাশ থেকে পড়ে হাত-পাও ভেঙে ফেলসি!’

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলছে, শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং কবি জসিম উদদীন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি ২০২২-২৩ সেশনে জসীম উদদীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন।

এছাড়াও এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

news24bd.tv/SC