পুলিশের ৩০ কর্মকর্তার পদায়ন

সংগৃহীত ছবি

পুলিশের ৩০ কর্মকর্তার পদায়ন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত সুপার ও সহকারী সুপার পদমর্যাদার ৩০ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পুলিশ কর্মকর্তাদের পদায়নের বিষয়টি জানানো হয়।

এর আগে রোববার পুলিশের মহাপরিদর্শক (ডিআইজি) পদের ৪ কর্মকর্তা ও পুলিশ সুপার মর্যাদার ৬ কর্মকর্তা পদে রদবদল এনেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত পুলিশ শাখা-১ এর প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক ছয়টি প্রজ্ঞাপনে পুলিশের ছয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানানো হয়। তারা হলেন, রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য্য, শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম হাফিজ আক্তার, ঢাকা পুলিশ টেলিকমের উপ-পুলিশ মহাপরিদর্শক (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) বশির আহম্মদ, আরআরএফের পুলিশ সুপার (পুলিশ সদরদপ্তরে সংযুক্তির আদেশপ্রাপ্ত) মো. মীজানুর রহমান, এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এবং ডিএমপির সহকারী পুলিশ সুপার মো. দাদন ফকির।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক