কুড়িগ্রামের চিলমারী-রাজীবপুর নৌপথে ব্রহ্মপুত্র নদে প্রায় দুই দশক পর ডাকাতের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। মাত্র এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটলেও তা প্রতিরোধে কার্যকর কোনো উদ্যোগ নেই নৌ পুলিশ ও স্থানীয় প্রশাসনের। ডাকাতির ঘটনা প্রতিরোধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একের পর এক ডাকাতির ঘটনায় নৌপথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি শঙ্কায় রয়েছেন যাত্রীরাও। এ অবস্থায় জনবল সংকটকে দায়ী করে নিরাপত্তা নিশ্চিতে নিজেদের নিরুপায় বলছে নৌ পুলিশ। তাদের দাবি, তুলনামূলক কম গুরুত্ব পাওয়া দেশের এই নৌপথের নিরাপত্তায় জনবল বৃদ্ধির কোনো বিকল্প নেই। গত ২৯ জানুয়ারি দুপুরে চিলমারী-রাজিবপুর নৌপথে চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল এলাকার পশ্চিমে ব্রহ্মপুত্র নদে একটি যাত্রীবাহী নৌকায় ডাকাতির ঘটনা ঘটে। নৌ-যাত্রীরা জানান, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ...
নদীতে দিনদুপুরে ডাকাতি, নিরুপায় প্রশাসন
অনলাইন ডেস্ক
বিয়ের রাতেই বরের মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ে করে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে জাহিদুল ইসলাম (২২) নামে এক নব বিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ফেরার পথে উপজেলার তুষভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে আত্নীয় স্বজনসহ কনের বাড়ি যাওয়ার প্রস্তুতি নেয় বড় জাহিদুল। সন্ধ্যায় বর যাত্রী নিয়ে কালীগঞ্জের চৌধুরীরহাট এলাকায় কনের বাড়িতে বিয়ে পড়ানো শেষে ফেরার পথে জাহিদুল তুষভান্ডার বাজার পার হয়ে রাস্তায় অসুস্থ হয়ে পরে। পরে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। কাকিনা ইউনিয়নের (৫ নং ওয়ার্ড) সদস্য মো. শাহাবুদ্দিন বলেন, ঘটনাটি শুনে সেখানে গ্রাম পুলিশ পাঠিয়েছিলাম। গতরাতে বিয়ে করে...
বিরামপুরে রেলের ধাক্কায় ট্রাকের চালক-হেলপারের মৃত্যু
অনলাইন ডেস্ক
দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে পাথর বোঝাই এক ট্রাকের চালক ও হেলপারের।রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক মাহবুবের বাড়ি পঞ্চগড় ও হেলপার আরিফের বাড়ি তেঁতুলিয়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন হিলি-ঘোড়াঘাট রেলক্রসিং পার হওয়ার সময় রেললাইন পার হচ্ছিল পাথর বোঝাই এই ট্রাক। কিন্তু লাইন পার হওয়ার আগেই ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকের হেলপার আরিফ। এ ঘটনায়গুরুতর আহত হন ট্রাকের ড্রাইভার মাহাবুব। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। বিরামপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাজেদুর ইসলাম সাজিদ বলেন, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থল থেকে নিহত হেলপারের মরদেহ উদ্ধার করা হয় এবং...
প্রথম আলো নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রথম আলো পত্রিকা নিষিদ্ধে দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) বিকালে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। ধর্মপ্রাণ মুসলিম জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের গোলচত্বর হয়ে জিয়া সড়কের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভা হয়। এ সময় বক্তব্য রাখেন আগরপুর ডিগ্রি কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাহমুদ, একই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান আসাদ। তারা প্রথম আলো পত্রিকা বন্ধের দাবি জানান। news24bd.tv/DHL
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর