রাজশাহীর পূজা মণ্ডপগুলোতে নাশকতার আশঙ্কা নেই: পুলিশ সুপার

রাজশাহীর পূজা মণ্ডপগুলোতে নাশকতার আশঙ্কা নেই: পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: 

রাজশাহী জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেছেন, জেলা পুলিশের আওতাধীন ৮ টি থানা এলাকায় এবার তিন শতাধিক মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে কোন প্রকার আশঙ্কার জানানো হয়নি। সেই সাথে পুলিশের গোয়েন্দা তথ্যেও কোন নাশকতার আশঙ্কা নেই।

আজ বুধবার বেলা ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ে রাজশাহী জেলার ৮ টি উপজেলার পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

 

এ সময় তিনি আরও বলেন, প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় জেলা পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর বাইরে আনসার সদস্য এবং গ্রাম প্রতিরক্ষা টিম নিরাপত্তা নিশ্চিতে মণ্ডপ পাহারা দিবে।  

সকলের সহযোগীতায় উৎসবমুখর পরিবেশে এবারও শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন পুলিশ।

news24bd.tv/কেআই