গোলরক্ষকের ভুলের মাশুলে হতাশ করলো বাংলাদেশ

গোলরক্ষকের ভুলের মাশুলে হতাশ করলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

গোলরক্ষকের ভুল এবং স্বাগতিক ভিয়েতনামের দাপটে আবারও হতাশাজনক হার বাংলাদেশের। ভিয়েতনামে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে গতকাল ৪-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর আগে সিরিয়ার কাছে ৪-০ গোলে হারে বাংলাদেশ।

তিন ম্যাচে বাংলাদেশের একমাত্র পয়েন্ট এসেছে দুর্বল গুয়ামের সঙ্গে ড্র করে।

এই ম্যাচে নিজেদের মাঠে আধিপত্য দেখানো ভিয়েতনাম চতুর্থ মিনিটেই এগিয়ে যায়। এরপর ২৮ মিনিটে ব্যবধানও বাড়িয়ে নেয় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে ব্যবধান কমান পিয়াস আহমেদ। যদিও এই অর্ধেই গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিনের ‘হাস্যকর’ ভুলের মাসুলও দিতে হয় সফরকারীদের।

বাংলাদেশের একজন ডিফেন্ডার বক্সে বল বাড়িয়েছিলেন গোলরক্ষকের উদ্দেশে। কিন্তু মাহিন সময় পেয়েও সেই বল পাস বাড়াতে পারেননি। যতক্ষণে শট নিতে গেছে ততক্ষণে ভিয়েতনামের এক ফরোয়ার্ড এসে বাধা হলে মাহিনের শট তার গায়ে লেগে জড়িয়ে যায় জালে।

এর আগের দুই ম্যাচেও গোলপোস্টে দুর্বল ছিলেন তিনি। সর্বশেষ অনূর্ধ্ব-২০ সাফের সেরা গোলরক্ষক হওয়া বসুন্ধরা কিংসের মোহাম্মদ আসিফকে দলে রাখেননি মারুফুল হক। কোচের এই সিদ্ধান্তের মাশুলই যেনো দিতে হলো বাংলাদেশকে।

news24bd.tv/SC