অসুস্থতাজনিত কারণে বেশ কিছু ম্যাচ মাঠের বাইরে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ ফিরলেন আল ওয়েহদার বিপক্ষে। গোলও পেয়েছেন তিনি। দারুণ এক জয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে তার ক্লাব আল নাসর। সৌদি প্রো লিগে ঘরের মাঠে আজ আল ওয়েহদাকে ২-০ ব্যবধানে হারায় আল নাসর। আনহেলো গাব্রিয়েল প্রথমার্ধে ক্লাবটিকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান ক্রিস্টিয়ানো রোনালদো। নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আল নাসর। বেশ কয়েকটি ভালো সুযোগও পায় তারা। ২৭তম মিনিটে এগিয়ে যেতে পারত ক্লাবটি। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর বল নিয়ে টেনে বক্সে গিয়ে হারিয়ে ফেলেন বল। ৪১তম মিনিটে ডেডলক ভাঙেন গাব্রিয়েল। সতীর্থের ক্রস থেকে আসা বল ডান পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। বিরতির পর গোল পান রোনালদো। ৫৬তম মিনিটে বক্সে আল নাসরের...
আল নাসরের জয়, মাঠে ফিরে গোল করলেন রোনালদো
অনলাইন ডেস্ক
বর্ণবাদী আচরণ, বার্সা সমর্থকরা এক ম্যাচ নিষিদ্ধ
অনলাইন ডেস্ক
এবারের লা লিগায় শুরু থেকেই বেশ আলো ছড়াচ্ছে বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত টেবিলের শীর্ষে অবস্থান করছে কাতালানরা। যদিও সমর্থকদের বর্ণবাদী আচরণের দায়ে ক্লাবটিকে করা হয়েছে আর্থিক জরিমানা। শুধু তা ই নয় বরং এক ম্যাচের জন্য বার্সা সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা- উয়েফা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উয়েফা জানায়, বর্ণবাদী আচরণের কারণে বার্সেলোনাকে ১০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। সঙ্গে উয়েফার একটি অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রির নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে স্প্যানিশ ক্লাবটিকে। চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে তাদের বিরুদ্ধে আনা বর্ণবাদী অভিযোগের প্রমাণ পেয়েছে সংস্থাটি। মোনাকোর বিপক্ষে ২-১ গোলে হেরে এবারের চ্যাম্পিয়ন্স লিগ শুরু করে তারা। গত ১৯ সেপ্টেম্বরের ম্যাচটিতে বার্সেলোনার সমর্থকদের...
গোলরক্ষকের ভুলের মাশুলে হতাশ করলো বাংলাদেশ
অনলাইন ডেস্ক
গোলরক্ষকের ভুল এবং স্বাগতিক ভিয়েতনামের দাপটে আবারও হতাশাজনক হার বাংলাদেশের। ভিয়েতনামে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে গতকাল ৪-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর আগে সিরিয়ার কাছে ৪-০ গোলে হারে বাংলাদেশ। তিন ম্যাচে বাংলাদেশের একমাত্র পয়েন্ট এসেছে দুর্বল গুয়ামের সঙ্গে ড্র করে। এই ম্যাচে নিজেদের মাঠে আধিপত্য দেখানো ভিয়েতনাম চতুর্থ মিনিটেই এগিয়ে যায়। এরপর ২৮ মিনিটে ব্যবধানও বাড়িয়ে নেয় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে ব্যবধান কমান পিয়াস আহমেদ। যদিও এই অর্ধেই গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিনের হাস্যকর ভুলের মাসুলও দিতে হয় সফরকারীদের। বাংলাদেশের একজন ডিফেন্ডার বক্সে বল বাড়িয়েছিলেন গোলরক্ষকের উদ্দেশে। কিন্তু মাহিন সময় পেয়েও সেই বল পাস বাড়াতে পারেননি। যতক্ষণে শট নিতে গেছে ততক্ষণে ভিয়েতনামের এক ফরোয়ার্ড এসে বাধা হলে মাহিনের শট তার গায়ে লেগে জড়িয়ে যায় জালে।...
বদলি নেমে অ্যাটলেটিকোর জয়ের নায়ক আলভারেজ
অনলাইন ডেস্ক
ম্যাচে তখন চলছে ৯০তম মিনিট। নির্ধারিত সময়ের পর ইনজুরি সময়ের খেলা শুরুর বাকি আর কয়েক সেকেন্ড। এমন সময়ে সেলতা ভিগো রক্ষণ আর গোলরক্ষককে রীতিমতো বোকা বানিয়ে গোল আদায় করে নেন অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। আর্জেন্টাইন এই তারকার ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদের ক্লাবটি। গতকাল বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে আলভারেজের করা একমাত্র গোলেই জয় পায় অ্যাটলেটিকো। এর আগে, ম্যাচের ৫৪তম মিনিটে বদলি হয়ে নামেন তিনি। বালাইদোসে ম্যাচ যখন এগোচ্ছিল গোলশূন্য ড্রয়ের পথে, তখনই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেন আলভারেজ। বাঁ প্রান্ত থেকে আঁতোয়ান গ্রিজমানের অনবদ্য ক্রস থেকে আচমকা গোলটি করে সেলতা শিবিরকেবাকরুদ্ধ করে দেন এ মৌসুমেই ম্যানচেস্টার সিটি থেকে মাদ্রিদের ক্লাবটিতে নাম লেখানো এই তারকা ফুটবলার। লা লিগার চলতি আসরে এটি তার দ্বিতীয় গোল।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর