অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও মো. মাহফুজ আলম জোর দিয়ে বলেছেন, বাংলাদেশে ঐকমত্যের ভিত্তিতে প্রাতিষ্ঠানিক সংস্কারই প্রকৃত ও টেকসই গণতন্ত্রের বীজ বপন করতে পারে। আর এটাই বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ রক্ষা করবে। সোমবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত নতুন বাংলাদেশ বিনির্মাণ : সংস্কার ও বৈদেশিক নীতি বিষয়ক ফরেন পলিসি ডায়ালগ সিরিজের প্রথম পর্বে উত্থাপিত প্রশ্নের জবাবে তারা এ অভিমত ব্যক্ত করেন। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং উপদেষ্টা মাহফুজ আলম সংলাপে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট বিপ্লবের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়...
‘প্রাতিষ্ঠানিক সংস্কারই টেকসই গণতন্ত্র রক্ষা করবে’
নিজস্ব প্রতিবেদক
গত ১৫ বছর জ্ঞানের রাজ্যে জেনোসাইড চালানো হয়েছে: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিগত ১৫ বছরে জ্ঞানের রাজ্যে অনাচার চলেছে, এমনকি জেনোসাইড চালানো হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদে আয়োজিত ননফিকশন বই মেলার সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। সরকারি দপ্তরগুলো শেখ মুজিব ও হাসিনা পরিবারের বইয়ে ভরা উল্লেখ করে তিনি বলেন, যেসব বইয়ে নেই কোনো গবেষণা, রয়েছে শুধু নামমাত্র বই। আসিফ নজরুল বলেন, জুলাই বিপ্লব জ্ঞান চর্চার সেই ভঙ্গুর অবস্থা থেকে সঠিক জ্ঞান চর্চার সুযোগ করে দিয়েছে। অনুষ্ঠানে চারগুণী লেখককে পুরস্কার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন লেখক প্রকাশসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।...
জিমি কার্টারের মৃত্যুতে শোক জানিয়ে যুক্তরাষ্ট্রকে ড. ইউনূসের চিঠি
নোবেল বিজয়ী মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে সমবেদনা জানিয়ে চিঠি লিখেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩০ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বরাবর লেখা ওই চিঠিতে তিনি কার্টারের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। ড. ইউনূস চিঠিতে লেখেন, গভীর দুঃখের সঙ্গে আমি নোবেল বিজয়ী প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে আন্তরিক সমবেদনা জানাতে এই চিঠি লিখছি। তিনি ছিলেন এক অসাধারণ নেতা, মানবাধিকারের সংগ্রামী এবং বিশ্বব্যাপী শান্তি ও গণতন্ত্রের অক্লান্ত প্রবক্তা। প্রধান উপদেষ্টা লেখেন, প্রেসিডেন্ট কার্টার বাংলাদেশের প্রকৃত বন্ধু ছিলেন। তার রাষ্ট্রপতির মেয়াদকাল এবং তার পরেও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী এবং বিস্তৃত হয়েছে।...
২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু
অনলাইন ডেস্ক
নির্বাচন কমিশন (ইসি) আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করবে। সোমবার (৩০ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ৫ জানুয়ারির মধ্যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করা হবে। ২০২৫ সালের জানুয়ারির দ্বিতীয়ার্ধে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আলী নেওয়াজ বলেন, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। কেউ তালিকা থেকে বাদ পড়লে তার দাবি ও আপত্তি নিষ্পত্তির ব্যবস্থা করা হবে। এরপর চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ প্রকাশ করা হবে। তিনি আরও জানান, বাড়ি বাড়ি গিয়ে শুধু ২০২৫ সালের জন্যই নয়, ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তাদের তথ্যও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর