পাকিস্তানি রক সংগীতশিল্পী আলী আজমত দীর্ঘ ছয় বছর পর ঢাকার মঞ্চে আসছেন। ২ মে, ২০২৫-এ ঢাকা ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তার কনসার্ট, যার শিরোনাম হবে আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা। এই কনসার্টটি আয়োজন করেছে অ্যাসেন বাজ। আলী আজমত পাকিস্তানের জনপ্রিয় রক ব্যান্ড জুনুন এর অন্যতম সদস্য হিসেবে পরিচিত। তিনি ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই সময়ের মধ্যে তার গাওয়া গানগুলোতে জনপ্রিয়তা লাভ করেন। তার কণ্ঠশক্তির জন্য তিনি পরিচিতি পান দ্য ভয়েজ অব জুনুন নামে। ২০০৬ সালে তিনি সোশ্যাল সার্কাস নামে একটি নতুন ব্যান্ড গঠন করেন এবং বিভিন্ন দেশেই পারফর্ম করেন। আলী আজমত সর্বশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে পারফর্ম করেছিলেন। এবার ঈদুল ফিতরের পর তিনি আবার ঢাকায় আসছেন, যেখানে তার ফ্যানরা উপভোগ করবেন তার এক...
ছয় বছর পর ঢাকায় আসছেন এই পাকিস্তানি সংগীতশিল্পী
অনলাইন ডেস্ক

সিনেমা ছাড়ার ঘোষণা বর্ষার
নিজস্ব প্রতিবেদক

চলচ্চিত্র জগতের পরিচিত নায়িকা বর্ষা ঘোষণা দিয়েছেন তিনি আর সিনেমা করবেন না। স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বর্ষা। তিনি জানান, হাতে কিছু ছবির কাজ রয়েছে, এগুলো শেষ করতে করতে অনেক সময় চলে যাবে, এরপর আমি আর নতুন কোন ছবি করব না। বর্ষা তার এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলেন, আমি খুব বাস্তববাদী। বয়সের সাথে সাথে নায়িকাদের স্ক্রিনে উপস্থিতি ভালো লাগে, আর তা সীমিত সময়ের জন্য হওয়া উচিত। আমার ক্ষেত্রেও বিষয়টি তাই। অনন্ত জলিল তার স্ত্রীর সিদ্ধান্তে সমর্থন জানিয়ে বলেন, এখন যারা নায়িকা হিসেবে কাজ করছেন, তাদের মধ্যে অনেকের বয়স বর্ষার থেকে বেশি। তবুও সে এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে আমাদের বড় ছেলে ১০, ছোট ছেলে ৭। কয়েক বছর পর বড় ছেলে ১৪-১৫ বছর বয়সে পৌঁছাবে। তখন যদি সে দেখে তার মা সিনেমার নায়িকা, তখন তার মনের অবস্থা কী হবে? এসব চিন্তা করেই বর্ষা...
মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কবে শুটিংয়ে ফিরছেন দীপিকা?
অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কন্যা সন্তানের মা হয়েছেন। তিনি এই মুহূর্তে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। তাঁকে শেষবার দেখা যায় সিংহম এগেইন ছবিতে। মুক্তি পায় ২০২৪ সালে। অন্তঃসত্ত্বা থাকার কারণে সেই সময় তিনি ছবির প্রচারেও আসেননি। গত বছর সেপ্টেম্বরে কন্যা দুয়ার জন্ম হয়। সেই সময় থেকেই আলোচনা চলতে থাকে ঠিক কবে থেকে ফের কাজ শুরু করবেন দীপিকা। অভিনেত্রীর পরবর্তী ছবি নাগ অশ্বিনের কল্কি ২৮৯৮ এডি। সম্প্রতি ছবির আপডেট জানিয়েছেন পরিচালক। প্রথমে বলা হয়, ২০২৫ সালের গ্রীষ্মেই শুরু হবে কল্কি ২৮৯৮ এডির শুটিং। কিন্তু এখন জানা যাচ্ছে, ছবির শুটিং পিছিয়েছে। গ্রীষ্মের পরিবর্তে ডিসেম্বরের শীতে শুরু হবে শুটিং। সবটাই নাকি দীপিকার কারণেই। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সেটে ফিরবেন তিনি, যদি না মাঝে তাঁর অন্য কোনও ছবির শুটিং শুরু হয়ে যায়। ছবিতে দীপিকা ছাড়াও অভিনয় করছেন...
'মিডিয়া এমন একটি সেনসিটিভ জায়গা, একবার লাইনচ্যুত হয়ে গেলে লাইনে ওঠা কঠিন'
অনলাইন ডেস্ক

এক সময়ের ছোটপর্দার তুমুল জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। বেশ আগেই শোবিজের পাট চুকিয়ে পাড়ি জমিয়েছেন কানাডায়। বর্তমানে মন্ট্রিয়ল শহরে বসবাস তার। এখন কেমন আছেন সেখানে, কী করছেন, কীভাবে দিন কাটছে অভিনেত্রী জানালেন নিজেই। সম্প্রতি এক গণমাধ্যমের সাক্ষাৎকারে তিন্নি বলেন, কানাডা আর বাংলাদেশের জীবনের আকাশ-পাতাল পার্থক্য, আগে মিডিয়ায় নিজের মতো করে কাজ করতাম, চলতাম, খেতাম এবং জীবনযাপন করতাম। এখানকার বাস্তবতা কঠিন। সকাল ৬টায় উঠে রেডি হয়ে ট্রেন ধরে অফিসে যেতে হয়। ফিরতে ফিরতে রাত ৭-৮টা বেজে যায়। এসে আবার নিজের কাজ নিজেই করতে হয়। ঢাকার বাসার সেই গৃহকর্মী খুব মিস করি। কবে দেশে ফিরবেন জানতে চাইলে তিন্নি বলেন, অনেক দিন তো হলো আসা। এরই মধ্যে এখানকার নাগরিকত্বও পেয়েছি। ইচ্ছা আছে সুবিধাজনক সময় দেখে দেশে যাওয়ার। দেখা যাক। দেশের বাইরে যাওয়ার পর আর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর