গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে, যা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। আজ বুধবার (৫ মার্চ) রাত পৌনে ১০টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বুধবার রাত পৌনে ১০টার দিকে গাজীপুর মহানগরের কোনবাড়ি থানাধীন আমবাগ এলাকায় ঝুটের গুদামে আগুন লাগার খবরে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আগুনের পরিমাণ বাড়তে থাকায় ভোগড়া মডার্ণ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। তিনি আরও বলেন, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার আব্দুর রাজ্জাক...
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন
গাজীপুর প্রতিনিধি

নিজের জীবন দিয়েও ছাগল দুটিকে বাঁচানো গেল না
অনলাইন ডেস্ক

রাজবাড়ীতে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় জোহরা (৪৩) নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার (৫ মার্চ) বিকাল পৌনে ৫টায় রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর ভাদালেপোল এলাকায় কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন। এ সময় তার দুটি ছাগলও ট্রেনের নিচে কাটা পড়ে। নিহত জোহরা রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের রহম বেপারীর মেয়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেললাইনের পাশে তিনটি ছাগল বাঁধা ছিল। বিকেলে সেই ছাগল আনতে যান জোহরা। ছাগলগুলো কোনোভাবে রেললাইনের সঙ্গে পেঁচিয়ে যায়। রশির প্যাঁচ ছাড়াতে তিনি রেললাইনের ওপরে যান। এ সময় ট্রেন চলে আসলে দ্রুত সরে যাওয়ার সময় মাথায় আঘাত পান জোহরা। ঘটনাস্থলেই তিনি মারা যান। তার সঙ্গে ট্রেনের নিচে কাটা পড়ে তার দুটি ছাগলও মারা...
সীতাকুণ্ডে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ১
অনলাইন ডেস্ক

সীতাকুণ্ডে মালবাহী ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে ট্রাকচালক মো. শফিক (৬৬) নিহত হয়েছেন। বুধবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারবকুন্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিক রাঙামাটি সদরের শান্তিনগর এলাকার মৃত বাদশাহ মিয়ার ছেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, গুরতর আহত অবস্থায় শফিককে হাসপাতালে আনা হলে তাকে ২৬নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে শফিক মারা যায়। News24d.tv/কেআই
লঞ্চের পাখা থেকে জাল পরিষ্কারে নামাই ভুল হলো মেকানিকের
অনলাইন ডেস্ক

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় লঞ্চের পাখা পরিষ্কার করতে নদীতে নেমে তাজুল ইসলাম (৩৫) নামে একজন নিখোঁজ হয়েছেন। আজ বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার পৌর লঞ্চঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তিনি এমভি মানিক-১ এর ইঞ্জিন মেকানিক এবং লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। লঞ্চটির সেকেন্ড মাস্টার মো. শহিদুল ইসলাম জানান, তাদের লঞ্চটি মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসে। এরপর পথে নদীতে পাখায় জেলেদের জাল পেঁচিয়ে যায়। পরে ওই জাল পরিষ্কার করার জন্য তাজুল ইসলাম নদীতে নামে। এক পর্যায়ে তিনি নদীতে নিখোঁজ হন। পরে তাকে নদীতে নেমে লঞ্চের অন্যান্য স্টাফরা খোঁজাখুঁজি করেন। না পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। আরও পড়ুন ফিল্মি কায়দায় হানা দিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই ০৫ মার্চ, ২০২৫ বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর