ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরছেন অভিনন্দন

ছবি সংগৃহীত

ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরছেন অভিনন্দন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পাকিস্তানে আটক ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাঞ্জাবের ওয়াঘা সীমান্ত দিয়ে হস্তান্তর করা হবে।  আজ শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম।  

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে পাঞ্জাবের ওয়াঘা সীমান্ত দিয়ে অভিনন্দনকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।  

এদিকে ছেলেকে ফিরিয়ে আনতে চেন্নাই থেকে প্লেনে দিল্লি পৌঁছেছেন অভিনন্দনের বাবা ভারতীয় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা চিকিৎসক শোভা বর্তমান।

সেখান রওনা দেন অমৃতসরের উদ্দেশে।  

এনডিটিভি বলছে, পাকিস্তানে আটক অভিনন্দনের দাদাও একজন পাইলট ছিলেন; যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছেন।

এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন (অব.) অমরিন্দর সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে তার টুইটারে লিখেন, আমি পাঞ্জাব সীমান্তের দিকে যাচ্ছি। এখন আছি অমৃতসরে।

পাকিস্তান অভিনন্দন বর্তমানকে ওয়াঘা সীমান্ত দিয়ে মুক্তি দেবে। তাকে গ্রহণ করা হবে আমার জন্যে সম্মানের।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর