বিশ্বে বায়ুদূষণের মানসূচক নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আইকিউএয়ার আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সোয়া আটটার বাংলাদেশের রাজধানী ঢাকার গড় বায়ুর মান ১৭২ বলে নির্ধারণ করেছে। এমন অবস্থাকে অস্বাস্থ্যকর বলা হয়। আজ সকালে বিশ্বের ১২৪ নগরীর মধ্যে ঢাকার অবস্থান পঞ্চম। বায়ুদূষণে ঢাকার এ অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। রাজধানী ও এর আশপাশের এলাকাগুলোর মধ্যে যেসব এলাকায় বায়ুর মান মারাত্মক দূষিত, সেগুলোর মধ্যে আছে গোরান (২০৩), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৬৬) ও ঢাকার মার্কিন দূতাবাস (১৫৮)। আরও পড়ুন এ বছরই বাংলাদেশে আসতে পারে...
দিনের শুরুতেই অস্বাস্থ্যকর বায়ুর দখলে নগরী
অনলাইন ডেস্ক
![দিনের শুরুতেই অস্বাস্থ্যকর বায়ুর দখলে নগরী](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739418358-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
ডিসি সম্মেলন: দ্বিমত থাকায় কার্যপত্রে রাখা হয়নি বহু প্রস্তাব
অনলাইন ডেস্ক
![ডিসি সম্মেলন: দ্বিমত থাকায় কার্যপত্রে রাখা হয়নি বহু প্রস্তাব](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739413751-c300ae434343b009621c000ef85bc849.jpg?w=1920&q=100)
তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। শেষ হবে ১৮ ফেব্রুয়ারি (বুধবার)। এবার সম্মেলনে ৩৫৩টি প্রস্তাব উঠছে। তবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ দ্বিমত করায় এবং আগের ডিসি সম্মেলনে উপস্থাপিত হওয়ায় বহু প্রস্তাব কার্যপত্রে রাখা হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, এবারের ডিসি সম্মেলন উপলক্ষে বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছ থেকে এক হাজার ২৪৫টি প্রস্তাব পায় মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত হওয়া ৩৫৩টি প্রস্তাবের ওপর সম্মেলনে আলোচনা হবে। ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা হবে। সন্ধ্যায়...
আরব আমিরাতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
![আরব আমিরাতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739407933-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে (ডব্লিউ জিএস) অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুবাই পৌঁছেছেন। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) তিনি দুবাই শহরে পৌঁছালে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহুল আল ফালাসি তাকে স্বাগত জানান। এ সময় ড. আহমদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে সামিটে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে গত এক দশক ধরে দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া এই আন্তর্জাতিকভাবে খ্যাত সম্মেলন সম্পর্কে তাকে অবহিত করেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, বিশেষ করে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে দুই দেশের সম্ভাব্য সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন। এ সময় বৈদেশিক উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব...
বিদ্যুৎ খাতে ভুটানের সহযোগিতা চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
![বিদ্যুৎ খাতে ভুটানের সহযোগিতা চায় বাংলাদেশ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739380046-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বলেছেন, ভুটানের সাথে বিশেষ করে, বিদ্যুৎ ও বাণিজ্য ক্ষেত্রে আরো সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত ভুটানের বিদায়ী রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। তিনি আরও বলেন, ভুটানই প্রথম দেশ, যারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ভুটান বাংলাদেশি জনগণের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। এ সময় রাষ্ট্রদূত কুয়েনসিল জোর দিয়ে বলেন, বাংলাদেশ এই অঞ্চলে ভুটানের একজন অবিচল অংশীদার এবং ভবিষ্যতে এই সহযোগিতা আরও জোরদার হবে বলে তিনি আস্থা প্রকাশ করেন। সাক্ষাৎকালে এই অঞ্চলের জনগণের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর