বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ মানুষ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, তাদের বিতাড়িত করেছে। বাংলাদেশে সেই আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না। আজ বুধবার (৫ ফ্রেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, দলটির গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি জানাচ্ছি। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ হোক আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন করতে পারবে কিনা। সংবিধানের বিধান মোতাবেক আপনারা আইন প্রস্তুত করুন। সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, আওয়ামী লীগকে রাজপথে কতদিন পুলিশ দিয়ে ঠেকিয়ে রাখবেন? আপনারা বলছেন, আওয়ামী...
বাংলাদেশে আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিবাদী আমলে বিরোধী মতের সবাই নির্যাতিত ছিলো: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিবাদী সরকারের আমলে জামায়াতে ইসলামীসহ বিরোধী মতের সবাই নির্যাতিত ছিলেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জামায়াত আমির জানান, জুলাই আন্দোলনে নিহত বীররা একটা মানবিক এবং বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল। কিন্তু ফ্যাসিস্টরা সেটাই মেনে নিতে পারেননি। জুলাই বিপ্লবের শহীদদের সম্পর্কে সারাবিশ্ব যেনো জানতে পারে এজন্য দেশের সকল রাজনৈতিক দলগুলোকে শহীদদের নিয়ে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আহবান জানান। জামায়াত আমির আরও বলেন, জামায়াত ১ম ধাপে ৭১৭ জনের ১০ খণ্ডের তালিকা প্রকাশ করলো। এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।...
নতুন দল গঠনে জনমত জানতে চায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধীরা
নিজস্ব প্রতিবেদক
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী কর্মসূচি দেয়া হয়। জনমত জরিপের জন্য একটি ফরমও তৈরি করা হয়েছে। এই ফরম পূরণ করে সারাদেশের মানুষ চাইলে তাদের মতামত জানাতে পারবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক দল গঠন করতে এই কর্মসূচির মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছে যেতে চান। ফরমে তারা ১০টি বিষয়ে জানতে চেয়েছে। এর মধ্যে রয়েছে : ১) পূর্ণ নাম ২) লিঙ্গ ৩) পেশা ৪) জেলা ৫) ফোন নম্বর ৬) আপনার মতে কোন তিনটি কাজ করলে দেশ বদলে যাবে? ৭) নতুন রাজনৈতিক দলের কাছে আপনার জীবনের কোন সমস্যার সমাধান চান? ৮) নতুন দলের কাছে আপনি কী প্রত্যাশা করেন? ৯) দলের নাম কী হতে পারে? ১০) দলের মার্কা কী হতে পারে? ফরমটি গুগলে পাওয়া যাচ্ছে। বৈষম্যবিরোধী...
‘আওয়ামী দোসর’ হওয়ায় মাউশি ও নায়েম মহাপরিচালকের নিয়োগ বাতিলের দাবি
নিজস্ব প্রতিবেদক
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হিসেবে আওয়ামী স্বৈরাচারী দোসর পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যাপক এহতেশাম উল হককে নিয়োগ দেওয়ার প্রতিবাদ করেছে জুলাই-আগস্ট গণবিপ্লব কমান্ড কাউন্সিল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানায়। ওই বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) আওয়ামী স্বৈরাচারী দোসর পটুয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যাপক এহতেশাম উল হককে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এহেতেসাম উল হক ছিলেন বরিশালের সাবেক মেয়র স্বৈরাচারী হাসিনার ভাতিজা সাদিক আব্দুল্লাহর খায়ের খা। সাদিক আব্দুল্লাহ-এতেশাম জুটি ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম, লুটপাট, দুর্নীতি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারসহ হেন কোন অপকর্ম নেই যা তারা করেননি।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর