বিডিআর হত্যা মামলার তদন্তে সহায়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কমিশনের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে যে কেউ এ সংক্রান্ত তথ্য জমা দিয়ে তদন্তে সহায়তা করতে পারবেন। প্রায় ১৬ বছর আগে সংঘটিত এ জটিল ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন সহজ না হলেও, কমিশন সুপরিকল্পিতভাবে তদন্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছে। তাদের লক্ষ্যপ্রয়োজনীয় তথ্য সংগ্রহের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করা এবং বিচার প্রক্রিয়াকে সহায়তা করা। কমিশন নজিরবিহীন লোমহর্ষক পিলখানা হত্যাযজ্ঞের ওই ঘটনা বিষয়ে নির্ভরযোগ্য তথ্য ও সাক্ষ্য আহ্বান করেছে। যে পদ্ধতিতে তথ্য দেওয়া যাবে : ওয়েবসাইটের মাধ্যমে bdr-commission.org, ই-মেইলের মাধ্যমে: comission@bdr-commission.org এছাড়াও কমিশনে হাজির হয়ে কিংবা কুরিয়ার ও ডাকযোগেও সহায়তা করা যাবে। ঠিকানা : বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস...
বিডিআর হত্যাকাণ্ডের তথ্য চেয়ে জাতীয় তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি
অনলাইন ডেস্ক

গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি: শফিকুল আলম
অনলাইন ডেস্ক

গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পান শফিকুল আলম। সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় ৯ মাসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে কী অর্জন করেছেন, তা তুলে ধরেছেন তিনি। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোষ্টে শফিকুল আলম লিখেছেন, ‘গত ৯ মাসে আমি কী অর্জন করেছি: এক চিমটি ঘৃণা, একমুঠো অবিশ্বাস ও এক আকাশ ভালোবাসা। news24bd.tv/এআর
ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ঝড়ের আশঙ্কা
অনলাইন ডেস্ক

ঢাকাসহ দেশের ৯ অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা এবং চাঁদপুর অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো...
‘সাকিব কি বলেছে, আমি স্যরি’
মাগুরা প্রতিনিধি

জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান জেনে-বুঝেও কীভাবে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করলেন, এমন প্রশ্ন রেখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, একটা দলের হাতে রক্ত। সেই দল হাজার ছেলেকে গুম করেছে খুন করেছে। সাকিব আল হাসান আওয়ামী লীগের যোগদান করার আগেই সব কিছুই জানতো। আজ শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন প্রেস সচিব। পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, ২০২৪ জুলাই-আগস্ট আন্দোলন সারাদেশের মতো মাগুরায়ও হয়েছে। আন্দোলনে নির্মমভাবে তিন-চারটা ছেলে মারা গেছে। সাকিব তো মাগুরার সংসদ সদস্য ছিলেন, তিনি কি আন্দোলনে নিহত মানুষের কথা জানতেন না? সাকিব কি কখনো বলেছে, আমি স্যরি, আমার নির্বাচনি এলাকার মধ্যে নিহতের ঘটনা ঘটেছে, আমি এর নিন্দা জানাই। প্রেস সচিব আরও বলেন, ২০২৪ সালের মাগুরা-১ আসনের সংসদ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর