দানবীয় সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে চলতি বছরের প্রথম জয় এনে দিলেন কুশল পেরেরা। একই সঙ্গে লঙ্কানরা বাঁচল হোয়াইটওয়াশের লজ্জা থেকেও। দলকে উদ্ধার করেই দমে যাননি এই হার্ডহিটার ব্যাটার। নিজেকেও তুলেছেন নতুন উচ্চতায়। পেরেরা এখন টি২০-তে নিজ দেশের দ্রুততম সেঞ্চুরিয়ান। এর আগে এই রেকর্ড ছিল তিলকরত্নে দিলশানের দখলে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) নিউজিল্যান্ডের নেলসনে তিন ম্যাচের টি২০ সিরিজের শেষটিতে নেমেছিল শ্রীলঙ্কা। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা। এ জয়ের ফলে দীর্ঘ দেড় যুগ পর নিউজিল্যান্ডের মাটিতে সংক্ষিপ্ত ফরমেটে জয় পেল শ্রীলঙ্কা। এর আগে ২০০৬ সালে সবশেষ জয় পায় তারা। নিজের করে নেওয়া ম্যাচে পেরেরার সেঞ্চুরি এসেছে ৪৪ বলে। নিজ দেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি২০তে ৫০ বলের কমে সেঞ্চুরি পেলেন তিনি। একইসঙ্গে স্পর্শ করলেন দুই...
পেরেরার দানবীয় সেঞ্চুরিতে বছরের প্রথম জয় শ্রীলঙ্কার
অনলাইন ডেস্ক
শিখর-হুমার প্রেমের গুঞ্জন, অন্তরঙ্গ ছবি ভাইরাল
অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান এবং বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। বিটাউনে গুঞ্জন শোনা যাচ্ছিল, অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন এই বাঁহাতি ব্যাটার। সম্প্রতি সুইমিংপুলে দুজনের গোসলরত একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়েছে। শিখর ধাওয়ানের ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই আলোচনায়। ২০২৩ সালে তিনি স্ত্রী আয়েশা মুখার্জির সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত করেন। এরপর থেকেই তার সম্পর্ক নিয়ে একের পর এক গুঞ্জন ওঠে। একসময় তো সাবেক ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের সঙ্গে তার বিয়ের গুজব ছড়িয়ে পড়েছিল। তবে ধাওয়ান নিজেই একটি টক শো-তে সেই গুজব মিথ্যা বলে জানান। ২০২২ সালে মুক্তি পাওয়া ডাবল এক্সএল ছবিতে শিখর ধাওয়ান একটি বিশেষ...
অধিনায়কত্ব নিয়ে শান্তর সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি
অনলাইন ডেস্ক
ঘটনা গত অক্টোবরের। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে খবরে আসে, ব্যক্তিগত কারণে তিন ফরম্যাটের নেতৃত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। সেসময় এ ঘটনা নিয়ে জলঘোলা হয় ভালোই। পরে জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে আপাতত নেতৃত্ব ছাড়ছেন না এই টপ অর্ডার ব্যাটার। ফলে নভেম্বরের শুরুতে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দায়িত্বও দেওয়া হয় তাকে। তবে কুঁচকির চোটে সিরিজের শেষ ম্যাচ খেলা হয়নি শান্তর। যেতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ সফরেও। সেই সফরে টেস্ট এবং ওয়ানডে সিরিজে আপৎকালীন অধিনায়কের দায়িত্ব পালন করেন মিরাজ। আর টি২০ সিরিজে দায়িত্ব সামলান লিটন দাস। তবে টেস্ট আর ওয়ানডে নিয়ে চিন্তা না থাকলেও নতুন টি২০ অধিনায়ক ঠিকই খুঁজতে হচ্ছে বিসিবিকে। কেননা এই ফরম্যাটে আর দলকে নেতৃত্ব দিতে চান না শান্ত। একটি সূত্রে জানা গেছে, বোর্ডকে শান্ত...
পিএসএলের ড্রাফটে ৩০ বাংলাদেশি যারা
অনলাইন ডেস্ক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশমকে সামনে রেখে আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। যেখানে নাম লিখিয়েছেন সাকিব-মোস্তাফিজসহ ৩০ বাংলাদেশি ক্রিকেটার। ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। সাম্প্রতিক আইপিএল নিলামে বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটার অংশগ্রহণ করলেও তারা দল পেতে ব্যর্থ হন। তবে পিএসএলের ড্রাফটে তাদের ভালো সুযোগ রয়েছে, বিশেষত যেহেতু একই সময়ে আইপিএল ও পিএসএল অনুষ্ঠিত হবে। তাই আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা পিএসএলে খেলার জন্য উন্মুক্ত থাকবেন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বেশ কয়েকজনের পিএসএলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অংশগ্রহণ তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি পিএসএলে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবে। পিএসলের ড্রাফটে নাম দেওয়া বাংলাদেশি ক্রিকেটারদের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর