নরসিংদীর মনোহরদী গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশন কাজের জন্য আজ বুধবার সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে কিশোরগঞ্জ জেলা ও মনোহরদীতে গ্যাস থাকবে না। চাপ কম থাকবে ঢাকা মহানগরীর পূবাঞ্চলসহ বেশ কিছু এলাকায়। বুধবার (৫ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) জানিয়েছে, সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) টিজিটিডিসিএল থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) নরসিংদীর মনোহরদী গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশন কাজে ওই স্টেশন থেকে মনোহরদী ডিআরএস এবং কিশোরগঞ্জ ডিআরএসগামী গ্যাস লাইনে বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ...
যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
নিজস্ব প্রতিবেদক
আজকের ঢাকার আবহাওয়া কেমন থাকবে
নিজস্ব প্রতিবেদক
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, এ সময় আকাশ পরিষ্কার থাকতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটা বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। news24bd.tv/TR
অতীতকে বিশুদ্ধ করছে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যদিয়ে আজকের অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। শত অন্যায় জুলুমকে মোকাবিলা করতে এ দেশের ছাত্ররা বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছে। তারই ধারাবাহিকতায় গত বছরের জুলাইতে একটি সফল অভ্যুত্থানের নেতৃত্ব দেয় ছাত্ররা। ক্রমান্বয়ে আন্দোলনে দেশের সকল ছাত্র-জনতা অংশগ্রহণ করলেও এর সূচনা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারাই আগস্টে স্বৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাতে নেতৃত্ব দিয়েছিলেন। মুজিবীয় চিন্তার মাধ্যমে বাংলাদেশে যে ফ্যাসিবাদী শাসন গড়ে উঠেছিল তা জুলাইয়ে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে নস্যাৎ করে দেওয়া হয়েছে বলে দাবি ছাত্রনেতাদের। এখন বাংলাদেশের ইতিহাসকে বিশুদ্ধ করার কথা জানিয়েছেন তারা। উই আর ট্রাইং টু মেক হিস্টরি রাইট: বাংলাদেশ রিরাইট ইটস পাস্ট- শিরোনামে সোমবার (৩ ফেব্রুয়ারি) একটি প্রতিবেদন প্রকাশ করেছে...
আজ ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত
অনলাইন ডেস্ক
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত হবে। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এসময় মোনাজাত পরিচালনা করবেন শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে আয়োজকরা জানান, বুধবার বাদ ফজর ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুকের বয়ান করার কথা রয়েছে। সকাল ৯টা ৩০ মিনিটে হেদায়েতি বয়ান করবেন হিন্দুস্থানের মাওলানা আব্দুর রহমান। এ বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে আখেরি মোনাজাত পরিচালনা করবেন শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। প্রথম ধাপের আখেরি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর