সমন্বয়ক পরিচয়ে কিংবা বৈষম্যবিরোধী ব্যানারের পরিচয়ে কেউ চাঁদাবাজি, দখলবাজি করতে গেলে পুলিশে ধরিয়ে দেয়ার অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (৮ মার্চ) এক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড পেজ থেকে এসব জানানো হয়। যদিও এর আগে শুক্রবার (৭ মার্চ) বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয় এখন আর এক্সিস্ট করে না বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে বলে বৈষম্যবিরোধী বা সমন্বয়ক বলে যে পরিচয়টা এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে যদি কেউ...
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি-দখলবাজি করতে গেলে পুলিশে ধরিয়ে দিন
অনলাইন ডেস্ক

ভারত থেকে এলো ৬ হাজার মেট্রিক টন চাল
অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আমদানি করা ৬ হাজার মেট্রিক টন সেদ্ধ চালবাহী জাহাজ। শনিবার (৮ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ৬ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভি পিএইচইউ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। news24bd.tv/AH
বিএসইসির চেয়ারম্যান ও তিন কমিশনারকে অবরুদ্ধের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও তিন কমিশনারকে অবরুদ্ধের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি জানিয়েছে সংস্থাটি। শনিবার (৮ মার্চ) এক বিবৃতিতে এ দাবি জানায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। বিবৃতিতে বলা হয়, গত ৫ মার্চ (বুধবার) বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কিছু উচ্ছৃঙ্খল কর্মকর্তা-কর্মচারী সংস্থাটির চেয়ারম্যান ও তিন কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ে তাদের বিএসইসি ভবনের চতুর্থ তলায় ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন এবং তাদের সঙ্গে থাকা কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্চিত করেন। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করেন। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে, সরকারি কর্মচারীদের এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণ প্রচলিত আইন বিরোধী এবং...
‘স্বৈরাচার নয়, বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারকারীদের পাশে থাকবে যুক্তরাষ্ট্র’
নিজস্ব প্রতিবেদক

স্বৈরাচারের পাশে নয় বরং বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে যারা কাজ করছে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ. ড্যানিলোভিজ। শনিবার (৮ মার্চ) এক সভায় যোগ দিয়ে এসব বলেন তিনি। এসময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক আরেক রাষ্ট্রদূত উইলিয়াম বি. মাইলাম বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নতুন সরকার পেতে গণতন্ত্রের পথে হাঁটতে হবে। গত বুধবার (৫ মার্চ) ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন সাবেক এ দুই মার্কিন রাষ্ট্রদূত। ওইদিন বেলা ১১টার দিকে তারা ট্রাইব্যুনালে যান। পরে তারা চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। news24bd.tv/FA
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর