রাজনৈতিক পালাবদলের পর বড় পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। শনিবার (২৫ জানুয়ারি) বোর্ড সভায় দুটি বিভাগের নতুন স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করেছে বিসিবি। আর সেখানে দুই বোর্ড পরিচালক দায়িত্ব পেয়েছেন নতুন দুটি কমিটির। বিসিবির বোর্ড মিটিং শেষে সন্ধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন বোর্ডের দুই পরিচালক মাহবুব আনাম ও ইফতেখার রহমান মিঠু। স্ট্যান্ডিং কমিটি এবং কে কোন বিভাগের দায়িত্বে থাকবেন এসব বিষয় নিয়ে জানিয়েছেন তারা। জানা গেছে, বিসিবির ক্রিকেট পরিচালনা ও নারী বিভাগের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। মিডিয়া কমিটির দায়িত্ব পেয়েছেন ইফতেখার রহমান মিঠু, যিনি আগে থেকেই আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের পদে আছেন। গত বছরের ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। তারপর বিসিবি সভাপতির পদ ছাড়েন...
বিসিবিতে নতুন যারা দায়িত্ব পেলেন
অনলাইন ডেস্ক
আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি স্কোয়াডে যারা
অনলাইন ডেস্ক
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দুর্দান্ত নেতৃত্ব দিয়ে ভারতকে শিরোপা এনে দিয়েছিলেন রোহিত শর্মা। এ ছাড়া ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন এই মারকুটে ব্যাটার। যার স্বীকৃতি স্বরূপ আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। শনিবার (২৫ জানুয়ারি) ২০২৪ সালে টি-টোয়েন্টিতে সেরা পারফরম্যান্স করা ক্রিকেটারদের নিয়ে বর্ষসেরা স্কোয়াড প্রকাশ করেছে আইসিসি। যেখানে অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। গত বছরে ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪২ গড়ে ৩৭৮ রান করেছিলেন তিনি। একটি সেঞ্চুরি রয়েছে তারা। রোহিতের সঙ্গে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন আরেক মারকুটে ব্যাটার ট্রাভিস হেড। ১৫ ম্যাচে ৩৯ গড়ে ৫৩৯ রান করেছেন তিনি। চারটি অর্ধশতক রয়েছে তারা। ওয়ান ডাউনে সুযোগ পেয়েছেন ইংলিশ ক্রিকেটার ফিল সল্ট। ১৭ ম্যাচে ৪৬৭ রান করা এই ব্যাটারের রয়েছে একটি সেঞ্চুরি।...
ইমনকে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ, মুখ খুললেন চিটাগং কিংসের মালিক
অনলাইন ডেস্ক
বিতর্ক যেনো এবারের বিপিএলের পিছুই ছাড়ছে না। নিজেদের প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ায় দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা বাতিল করেছিলেন অনুশীলন। পরে সেই সমস্যার সমাধান হলেও এবার পারিশ্রমিক না পাওয়ায় চিটাগাং কিংসের পারভেজ হোসেন ইমনও দলের সঙ্গে থাকছেন না বলে গুঞ্জন উঠেছে। গত বুধবার ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচ খেলেছে চিটাগাং কিংস। তাদের পরবর্তী ম্যাচ ঢাকা পর্বে, যার জন্য ইতোমধ্যে দলটি রাজধানীতেও পৌঁছে গেছে। তবে দলের সঙ্গে ফেরেননি ওপেনার পারভেজ ইমন। গুঞ্জন রয়েছে, পারিশ্রমিক না পাওয়ায় দলের সঙ্গে ঢাকায় ফেরেননি তিনি। এদিকে চিটাগংয়ের মালিক সামির কাদের চৌধুরী এইবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। ইমনের পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন তিনি। গণমাধ্যমকে সামির কাদের বলেন, ও (ইমন) তিন-চার দিন ছুটি নিয়েছে কোচের কাছ থেকে, টিম ডিরেক্টর থেকে। এতটুকুই জানি, আর...
সিটি ছাড়লেন কাইল ওয়াকার
অনলাইন ডেস্ক
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির জন্য সময়টা যেনো একদমই ভালো যাচ্ছে না। পেপ গার্দিওলার শিষ্যরা লিগে শিরোপা জয়ের রেস থেকে অনেকটা ছিটকে গেছে। ঠিক এমন সময় সিটি ছেড়ে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিয়েছেন ইংল্যান্ডের রাইট-ব্যাক কাইল ওয়াকার। এই দুই ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সিটির ছাড়ার সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াকার লেখেন, ম্যানচেস্টার সিটি...কোথা থেকে শুরু করবো? ২০১৭ সালে যোগ দেওয়াটা ছিলো অবিশ্বাস্য, স্বপ্ন সত্যি হওয়ার মতন। সাত বছরে চ্যাম্পিয়নস লিগসহ ১৭টা ট্রফি জেতা, বিখ্যাত ট্রেবল জেতা। এটা অনেকটা যা আমি শৈশবে স্বপ্ন দেখতাম। যদিও মিলানে যোগ দিয়ে বেশ গর্বিত ওয়াকার। তিনি বলেন, আমি গর্বিত এসি ক্লাবে যোগ দিতে পেরে। এটা এমন একটি ক্লাব যার অনেক উজ্জ্বল ইতিহাস আছে। আমি ছোটবেলা থেকে এটা অনুসরণ করি। মিলানের জার্সি পরা সম্মানের বিষয়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর